শিরোনাম
বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
নিউইয়র্কে শেনওয়ার্ন

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হাস্যকর

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হাস্যকর

ডিনজোন্সের পর এবার বাংলাদেশে অস্ট্রেলিয়া সফর স্থগিত করায় সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিশ্বক্রিকেটে গ্রেট স্পিনার শেন ওয়ার্ন বলেন,  অস্ট্রেলিয়া ক্রিকেট দল হঠাৎ করে বাংলাদেশ সফর স্থগিত করল কেন তা বুঝে উঠতে পারছি না। নিরাপত্তার কথা বলা হচ্ছে আসলে এটি কোনো ব্যাপারই ছিল না। অস্ট্রেলিয়া বোর্ডের এ সিদ্ধান্ত ছিল হাস্যকর। এ নিয়ে গোটা অস্ট্রেলিয়া জুড়েই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকে বলছেন, ক্রিকেটে বর্তমানে অস্ট্রেলিয়ার যে নাজুক অবস্থা তাতে হারের ভয়ে বাংলাদেশে খেলতে যায়নি। আমি এ ধরনের কোনো মন্তব্য করব না। তবে অস্ট্রেলিয়ার উচিত হবে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফর করা। তা না হলে সমালোচকদের মুখ বন্ধ করা যাবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে জনপ্রিয় করতে শেন ওয়ার্ন, শচীন টেন্ডুলকার ছাড়াও ২৬ জন সাবেক জনপ্রিয় ক্রিকেটার নিউইয়র্ক, লসঅ্যাঞ্জেলস ও টেক্সাসে তিনটি টি-২০ ম্যাচে অংশ নেবেন। দুই দলের নেতৃত্বে থাকছেন শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকার। ৭ নভেম্বর নিউইয়র্কে ফ্লাশিংসিটি মাঠে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর