বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকার পরিবর্তে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তার অজুহাতে প্রথম একবার বাংলাদেশ সফর স্থগিত করেছিল দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। গতকাল তাদের আসার কথা ছিল। কিন্তু দ্বিতীয় দফাতেও বাংলাদেশে আসেনি প্রোটিয়া মেয়েরা। তবে এবার নিরাপত্তার কারণে নয়। খেলোয়াড়দের অনেকের পরীক্ষা থাকায় দল গঠন করতেই হিমশিম খাচ্ছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অভ্যন্তরীণ সমস্যা দেখিয়ে তাই এবারের সফরটাও স্থগিত করে দিয়েছে। বার বার সফর স্থগিত করায় এখন দক্ষিণ আফ্রিকাকে আর গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশ। প্রোটিয়াদের পরিবর্তে জিম্বাবুয়ের মেয়েদের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি। আগামী ১৪-১৫ নভেম্বর বাংলাদেশে আসবে তারা। দুই টি-২০ ম্যাচ হবে উভয় দলের মধ্যে। তবে দক্ষিণ আফ্রিকার মেয়েরা আসলেও বাংলাদেশের মেয়েরা তাদের সঙ্গে খেলার জন্য প্রস্তুত। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য সালমাবাহিনী এখন কক্সবাজারে অনুশীলন করছে।

সর্বশেষ খবর