বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লার প্রতি কৃতজ্ঞতা মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লার প্রতি কৃতজ্ঞতা মাশরাফির

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো ও জার্সি উম্মোচন অনুষ্ঠানে দলের চেয়ারম্যান নাফিসা কামালের সঙ্গে অধিনায়ক মাশরাফিসহ অন্য ক্রিকেটাররা - বাংলাদেশ প্রতিদিন

‘ক্রিকেট আমার স্বপ্ন, আমি ক্রিকেট ভালোবাসি। তাই ক্রিকেটের পাশে সব সময় থাকার চেষ্টা করি।’ বিপিএলের তৃতীয় আসরের ফ্র্যাঞ্চাইজি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো ও জার্সি উম্মোচন অনুষ্ঠানে একথা বলেন দলটির প্রধান উপদেষ্টা, পরিকল্পনামন্ত্রী ও আইসিসি এবং বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে কুমিল্লা দলে পেয়ে ভীষণ খুশি তিনি। গতকাল রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএলের তৃতীয় দল হিসেবে আনুষ্ঠানিক ভাবে লোগো ও জার্সি উম্মোচন করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুষ্ঠানে মাশরাফিসহ ৯ জন স্থানীয় ক্রিকেটার উপস্থিত ছিলেন। শুরুতেই সুইচ টিপে লোগো উম্মোচন করেন মুস্তফা কামাল। এরপর ‘মারো রে ছক্কা, মারো রে চার; কে আছো সামনে কি সাহস আছে কার?’ এই শিরোণামে  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সঙটি পরিবেশন করেন মিলা ও তাপস। অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল অধিনায়ক হিসেবে মাশরাফির নাম ঘোষণা করেন। সেই সঙ্গে কোচ হিসেবে সালাউদ্দিন ও ম্যানেজার হিসেবে খালেদ মাসুদ পাইলটকে পরিচয় করিয়ে দেন। নাফিসা কামাল তার বক্তব্যে বলেন, ‘ক্রিকেটের প্রতি বাবার কী অবদান তা সবার জানা। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে, সব সময় ভিন্ন কিছু করতে। আমি কুমিল্লাবাসীর জন্য চেষ্টা করেছি ভালো একটি দল তৈরিতে। সবার সমর্থন প্রত্যাশা করি।’ মাশরাফি বলেন, ‘কুমিল্লা প্রথমবারের মতো এসেছে। আমাকে তারা অধিনায়ক বানিয়েছে। এজন্য আমি কুমিল্লাবাসীর কাছে কৃতজ্ঞ।’

সর্বশেষ খবর