বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য নেই!

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য নেই!

ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে না খেলার সম্ভাবনা বেশি সৌম্য সরকারের। দেশের এ তারকা ব্যাটসম্যান অনুশীলনের সময় বাম পাঁজরে ব্যথা পেয়েছেন। সকালে এ্যাপোলো হসপিটালে এমআরআই করিয়ে কোনো সুখবর পাননি সৌম্য। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘এমআরআই রিপোর্টে সমস্যা ধরা পড়েছে। তার পরও সৌম্য একটু ব্যাটিং করে দেখতে চাচ্ছেন।’ রাতে জানা গেছে, কোচ হাতুরাসিংহে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। অর্থাৎ সৌম্যকে বাইরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ টিম সাজাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্য এখন যে ফর্মে রয়েছেন সিরিজে খেলতে না পারলে দল কিছুটা হলেও সমস্যায় পড়বে। চিকিৎসকরাও সৌম্যকে জানিয়ে দিয়েছেন রিপোর্টে যা ধরা পড়েছে তাতে সিরিজটা না খেলা-ই তার জন্য ভালো হবে। এ অবস্থায় চোটের মাত্রা আরও বেড়ে যেতে পারে।

জাতীয় দলে ধারাবাহিক সাফল্য পেলেও ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে সৌম্য ভালো খেলতে পারেনি।

তার পরও কোচ তার ওপর আস্থা রেখে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ দেন। তবে ইনজুরির কারণে সিরিজে তার না খেলার সম্ভাবনাই বেশি।

সর্বশেষ খবর