মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় দিন আজ

ক্রীড়া প্রতিবেদক

আজ ১০ নভেম্বর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক দিন। ১৫ বছর আগে এই দিনে টেস্টে অভিষেক হয়েছিল বাংলাদেশের।  নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। অন্যদিকে প্রতিপক্ষ ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। খেলা ছাড়লেও দুজনেই এখন ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দুর্জয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। সৌরভ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) সভাপতি। সময়ের পরিক্রমায় ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া নবীনতম দেশটি এখন নিয়মিত কৈশোর পেরিয়ে যুবক। টেস্ট খেলছে নিয়মিত। তবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা পাকিস্তানের মতো জোরেশোরে নয়, ঢিমেতালে। অবশ্য টেস্টের তুলনায় ওয়ানডে খেলছে নিয়মিত। ১৫ পেরিয়ে টেস্ট ক্রিকেটে ১৬ বছরে পা দেওয়া বাংলাদেশের বেশি সংখ্যক টেস্ট খেলতে না পারার একটা আক্ষেপ পোড়াচ্ছে প্রথম টেস্ট অধিনায়ককে। তিনি বলেন, বেশি করে টেস্ট খেলতে হবে। যত বেশি খেলা হবে তত বেশি অভিজ্ঞতা হবে ক্রিকেটারদের।

সর্বশেষ খবর