বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘টেস্ট ক্রিকেটে এগোয়নি বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক

‘টেস্ট ক্রিকেটে এগোয়নি বাংলাদেশ’

টেস্ট ক্রিকেটে গতকাল ১৫ বছর পূর্তি করল বাংলাদেশ। আজ পা দিল ১৬ বছরে। এই দীর্ঘ পথচলায় টেস্ট খেলেছে ৯৩টি। হেসেছে মাত্র সাতবার। হেরে মাথা নিচু করে বের হওয়ার সংখ্যাটা অনেক বেশি। ক্রিকেটপ্রেমীরা প্রিয় দলের এমন পারফরম্যান্স দেখতে নারাজ। তারা উৎসব, উচ্ছ্বাসে মেতে থাকতে চান। নিয়মিত জয় দেখতে চান অপরাপর দলগুলোর বিপক্ষে। অভিষেক টেস্ট খেলা দুই ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় ও আকরাম খান এখন ক্রিকেটের সাথে জড়িত। দুজনে মনে করেন, ১৫ বছরের পথ চলায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এগোয়নি। আরও এগোনো উচিত ছিল।

টেস্টে এগোয়নি বাংলাদেশ : দুর্জয়

‘এতটাই উত্তেজিত ছিলাম যে, আগের রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। খুব ভোরে ঘুম ভেঙে যায়। সবার সঙ্গে যখন স্টেডিয়ামে পৌঁছি, তখন হাজার হাজার দর্শক দেখে পুলকিত হই। উত্তেজনার পাশাপাশি টেনশনও বেড়ে যায়। সবার সঙ্গে মাঠে নামার পর মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। টস করার মুহূর্তটির কথা ভুলবো না কখনো। মানুষের জীবনে অনেক স্মরণীয় ঘটনা থাকে। আমারও রয়েছে। কিন্তু সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি নিঃসন্দেহে বাংলাদেশের অভিষেক টেস্টে টস করা। যখনই মনে হয় টস করার কথাটি, তখনই পুলকিত বোধ করি’- নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। খেলা ছেড়েছেন অনেক আগে। কিন্তু ক্রিকেটকে ছাড়েননি। ভালোবেসে জড়িয়ে আছেন। এখন বিসিবির পরিচালক। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। ক্রিকেটার থেকে বিসিবি ক্রিকেট পরিচালক; বাংলাদেশের ক্রিকেটাকে খুব কাছ থেকে দেখছেন। পাখির চোখে দেশের ক্রিকেটের মূল্যায়ন করতে যেয়ে প্রথম টেস্ট অধিনায়ক বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে বেশ এগিয়েছে বাংলাদেশ। কিন্তু টেস্ট ক্রিকেটে এগোয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন করলেই টেস্ট ক্রিকেটে এগোবে বাংলাদেশ। তবে এটা ঠিক, এখন যেভাবে ত্রিকেট খেলছে বাংলাদেশ, তাতে অচিরেই উন্নতির গ্রাফ উপরের দিকে উঠবে।’

আরও এগোনো উচিত ছিল : আকরাম

বাংলাদেশের ক্রিকেটের ‘অগ্রদূত’ বলা হয় আকরাম খানকে। আজ বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে দাঁড়িয়ে, তার কারিগর আকরাম। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তার অবিশ্বাস্য ৬৮ রানের অপরাজিত ইনিংসটিই বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তার অধিনায়কত্বে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলে বাংলাদেশ। আকরাম বিশ্বকাপ খেলেন একজন সদস্য হয়ে। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টেও খেলেন আকরাম। অভিষেক টেস্ট খেলতে যাওয়ার অনুভূতি নিয়ে বলেন, ‘বাংলাদেশের অভিষেক টেস্ট খেলার কথা ভেবে উত্তেজনায় কাঁপছিলাম। সঙ্গে টেনশনও কাজ করছিল। তবে আনন্দিত ছিলাম একজন ক্রিকেটারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হবে ভেবে। স্বপ্ন পূরণ হওয়ার মুহুর্তটিকে ভাষায় প্রকাশ করতে পারছি না।’  অভিষেক টেস্ট খেলেছেন। এখন বিসিবি পরিচালক। কাছ থেকে দেখছেন বাংলাদেশের ক্রিকেট। টেস্ট ক্রিকেটে আজ ১৬ বছরে পা রেখেছে বাংলাদেশ। তবে ৯৩ টেস্টে টাইগারদের পারফরম্যান্সে খুশি নন, ’৯৭ সালের পর যেভাবে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হওয়ার কথা ছিল, সেটা হয়নি। ওয়ানডে ক্রিকেটে আমরা ভালো খেলছি। কিন্তু টেস্টে ভালো করতে পারছি না। টেস্টে আমাদের আরও ভালো করা উচিত। আরও উন্নতি করা উচিত।’

 

সর্বশেষ খবর