শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

উরুগুয়েকে হারিয়ে শীর্ষে ইকুয়েডর

ক্রীড়া ডেস্ক

উরুগুয়েকে হারিয়ে শীর্ষে ইকুয়েডর

গোল করেও হতাশ কাভানি

আর্জেন্টিনা-ব্রাজিল সুপার ক্ল্যাসিকো ঠিক সময়ে হলো না। বৃষ্টিতে ভেসে গেছে। তবে ফিফা ম্যাচের নতুন সময়সূচি দিনে দিনেই ঠিক করে নিয়েছে। বাংলাদেশ সময় আজ সকালেই ম্যাচটা শেষ হওয়ার কথা। সুপার ক্ল্যাসিকো বৃষ্টিতে আটকে গেলেও বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন অঞ্চলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময় মতোই। ব্রাজিল ও আর্জেন্টিনার পর ল্যাটিন ফুটবলের অন্যতম পরাশক্তি উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে ইকুয়েডর। তিন ম্যাচ খেলে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে ইকুয়েডর চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উরুগুয়ের পক্ষে কাভানি গোল করেছিলেন। তবে কাসেদু এবং মার্টিনেজের গোল ইকুয়েডরকে দারুণ এক জয় উপহার দেয়। এদিকে ল্যাটিন ফুটবলের মুকুটধারী চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কলম্বিয়া। ভিডালের গোলে এগিয়ে গিয়েছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। তবে জেমস রদ্রিগেজের গোল কলম্বিয়াকে সমতা ফিরিয়ে দেয়। এদিকে গত বৃহস্পতিবার লা পাজের উচ্চতায় বলিভিয়ার কাছে ৪-২ গোলের পরাজয় স্বীকার করেছে ভেনেজুয়েলা। বলিভিয়ার পক্ষে দুটি গোল করেন রামাল্লো। এ ছাড়াও গোল করেছেন আরকে ও কারডুজো। ল্যাটিন ফুটবলের বাছাই পর্বে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান অনেকটাই নিচের দিকে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে ছয় নম্বরে। আর্জেন্টিনা সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৮ নম্বরে! পয়েন্ট তালিকায় চিলি দুইয়ে, উরুগুয়ে তিনে, প্যারাগুয়ে চারে এবং কলম্বিয়া পাঁচ নম্বরে অবস্থান করছে।

সর্বশেষ খবর