রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্পিনে দিশাহারা প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক

স্পিনে দিশাহারা প্রোটিয়ারা

রবীচন্দন অশ্বিন

ওয়ানডে সিরিজে বেশ বড়সড় ধাক্কা খায় ভারত। টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিতে পুরো স্ট্র্যাটেজিতে ফিরে যায় বিরাট কোহলির ভারত। স্পিন উইকেট বানিয়ে মোহালী টেস্টে তিন দিনেই জিতে নেয় টেস্ট। ব্যাঙ্গালুরুতে এবার সেই পথেই হাঁটছে ভারত। স্পিন উইকেট বানিয়ে ফের ধরাশায়ী করল প্রোটিয়াদের। এবি ডি ভিলিয়ার্সের শততম টেস্টে প্রথম দিনেই গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। রবীচন্দন অশ্বিন ও রবীন্দ  জাদেজার ঘূর্ণিতে মাত্র ২১৪ রানে অলআউট হয়ে যায় ভিলিয়ার্স বাহিনী। জবাবে বিনা উইকেটে ৮০ রান তুলে দিন পার করে ভারত। কাল টস জিতে ফিল্ডিংয়ে নামে ভারত। দুই পেসার ইশান্ত শর্মা ও স্টুয়ার্ট বিনি আক্রমণ শানান দুই প্রান্ত থেকে। ৬ ওভার পরই কোহলী আক্রমণে আনেন অশ্বিন ও জাদেজাকে। মোহালী টেস্টের দুই নায়ক অশ্বিন ও জাদেজা দুই পাশ থেকে আক্রমণ শানিয়ে গুঁড়িয়ে দেন প্রোটিয়াসদের। শততম টেস্ট খেলতে নামা ডি ভিলিয়ার্স কাল জাদেজার বলে উইকেটরক্ষক ঋদ্ধিশান সাহার গ্লাভসবন্দী হওয়ার আগে সাজঘরে ফিরেন ৮৫ রানে। ১০৭ বলের ইনিংসটিতে ছিল ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। অশ্বিন ৭০ রানে ও জাদেজা ৫০ রানের খরচে উইকেট নেন ৪টি করে।

আগের টেস্টে দুই ইনিংসেই ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন শেখর ধাওয়ান। কাল সেই ধাক্কা সামলে অপরাজিত থাকেন ৪৫ রানে। ৬২ বলের আক্রমণাÍক ইনিংসটিতে ছিল ৭টি বাউন্ডারি। ২৬ রানে অপরাজিত রয়েছেন মুরলী বিজয়। দুই ওপেনারের ৮০ রানের জুটিতে বড় স্কোরের পথে হাঁটছে ভারত। আজ হাতে ১০ উইকেট নিয়ে ১৩৪ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নামবে কোহলী বাহিনী।

সর্বশেষ খবর