রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরি মিস

পার্থ টেস্ট

ক্রীড়া ডেস্ক

পার্থের হার্ড ও বাউন্সি উইকেটে যেভাবে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করেছেন প্রথম দিন, তাতে মনে হয়েছিল ট্রিপল সেঞ্চুরি করে ফেলবেন ডেভিড ওয়ার্নার। কিন্তু পারেননি। ২৪৪ রানে থেমে গিয়েছিলেন বাঁ হাতি অসি ড্যাসিং ওপেনার। সুযোগ পেয়েও নাম লিখতে পারেননি ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানের পাশে। টেস্ট ক্রিকেট ইতিহাসে একদিনে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর একমাত্র রেকর্ড রয়েছে ব্রাডম্যানেরই। প্রথম দিন ট্রিপল সেঞ্চুরি না পেলেও সুযোগ ছিল কাল দ্বিতীয় দিন। কিন্তু কাজে লাগাতে পারেননি ওয়ার্নার। আগের দিনের সঙ্গে মাত্র ৯ রান যোগ করে সাজঘরে ফিরেন ২৫৩ রানে। ওয়ার্নারের ক্যারিয়ার সেরা ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ৫৫৯। ব্রিসবেন টেস্টে হেরে গেলেও এবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দৃঢ়তায় ২ উইকেটে ১৪০ রান তুলে দিন পার করে সফরকারী ব্ল্যাক ক্যাপসরা। অবশ্য ফলোঅন এড়াতে নিউজিল্যান্ডের দরকার আরও ৩২০ রান দরকার। হাতে আছে ৮ উইকেট। প্রথম দিন ওয়ার্নার ও উসমান খাজার জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ৪১৬ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত রেখেছিল অস্ট্রেলিয়া। কাল বড় স্কোরের টার্গেটে খেলতে নেমে আরও ১৪৩ রান যোগ করেন স্টিভ স্মিথরা। ছিল না কোনো হাফ সেঞ্চুরির ইনিংস। ৯ উইকেটে ৫৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। পর্বত সমান স্কোরের বিপক্ষে খেলতে নেমে ৬ রানে হারায় ওপেনার মার্টিন গাপটিলকে। গত মার্চে গাপটিল বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ২৩৭ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রানে ফিরতে চেষ্টা করে যাচ্ছেন। গাপটিলের বিদায়ের পর জুটি বাঁধেন টম ল্যাথাম ও উইলিয়ামসন। বাঁ হাতি পেসার মিচেল স্টার্কের বলে সাজঘরে ফেরার আগে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮১ রান। ল্যাথামের বিদায়ের পর উইলিয়ামসনকে নিয়ে দিন পার করেন রস টেলর। উইলিয়ামসন অপরাজিত থাকেন ৭০ রানে। টেলর ব্যাটিং করছেন ২৬ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন-টেলর ৫৩ রান যোগ করে গড়েন নতুন এক ইতিহাস। দুজনে এখন নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।

সর্বশেষ খবর