বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দোষ কি শুধু ফুটবলারদের

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হারবে এনিয়ে কারও সংশয় ছিল না। কিন্তু ম্যাচের আগের দিন ১০ ফুটবলারকে নিয়ে যা ঘটল তা সত্যিই দুঃখজনক। সত্যি বলতে কি বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। ম্যাচের আগের দিন যেখানে খেলোয়াড়দের শেষ প্রস্তুতি নেওয়ার কথা। সেখানে অধিনায়ক মামুনুলসহ ৯ খেলোয়াড় শেখ জামাল সভাপতি মনজুর কাদেরের অফিসে ছুটে যান। মামুনুল বলেছেন, তারা সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে অনুমতি নিয়ে যান। সোহাগ অবশ্য তা অস্বীকার করেছেন। কথা হচ্ছে জাতীয় দল ক্যাম্পে থাকলে এখানে সাধারণ সম্পাদক অনুমতি দেবেন কেন? এখানে কোচ ও ম্যানেজার রয়েছেন। আমিরুল ইসলাম বাবু সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, ১০ ফুটবলার কীভাবে ক্যাম্প ছেড়ে শেখ জামালে গেলেন, তা তিনি জানেন না। এ ব্যাপারে মনজুর কাদেরের বক্তব্য হচ্ছে, সোমবার সকালে আমি ম্যানেজার বাবুর কাছে জানতে চাই, তোমাদের শিডিউল কি? তিনি বলেন, বিকালে সংবাদ সম্মেলন ছাড়া কিছু নেই। এ জন্য আমি দলের খেলোয়াড়দের সঙ্গে লাঞ্চ করতে চেয়েছিলাম। কিন্তু ১০ ফুটবলার আসেন তিনটার পর। এ জন্য লাঞ্চ না করে তারা ১ ঘণ্টার পরই চলে যান। এখানে তো আমি কোনো সমস্যা

দেখছি না। কিন্তু কাদেরের এ বক্তব্যের সঙ্গে অনেকে একমত হতে পারেননি। তাদের কথা কাদেরের মতো অভিজ্ঞ সংগঠক গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন খেলোয়াড়দের লাঞ্চে ডাকেন কীভাবে? খেলোয়াড়রা এভাবে ক্লাবের কাছে জিম্মি থাকবেন কতদিন? বলাবলি হচ্ছে ক্যাম্প ছেড়ে কাদেরের সঙ্গে দেখা করার ১০ ফুটবলারকে কারণ দর্শানো নোটিস দিতে পারে বাফুফে। সত্যি বলতে কি এ জন্য ফুটবলারা চিন্তিত। প্রশ্ন উঠেছে দোষটা কি শুধু ফুটবলাররা করেছেন। ফুটবলারদের নিয়ে যদি এভাবে টানাহেঁচড়া করা হয় তাহলে তারা জাতীয় দলে কতটা মনোযোগী হয়ে খেলতে পারবেন। এটা বাফুফে ও ক্লাব কর্মকর্তাদের উপলব্ধি করা দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর