বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশ-জাপান সেমিতে ওঠার লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-জাপান সেমিতে ওঠার লড়াই আজ

হকির সংকটাপন্ন অবস্থা দেখে ক্রীড়া সৌদিরা আতঙ্কিত হয়ে উঠেছিলেন। এতটা খারাপ অবস্থা ছিল যে এ খেলা ধ্বংস না হয়ে যায় এ শঙ্কাও জেগে উঠেছিল। শেষ পর্যন্ত সব ভয় দূর হয়েছে। দল বদলের তারিখ ঘোষণা হয়েছে। অভিমানে দূরে থাকা বড় দলগুলো মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে হকির ইতিহাসে বাংলাদেশ বড় ধরনের সাফল্যও পেয়ে গেছে। মঙ্গলবার যখন পুরো দেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। তখুনি মালয়েশিয়া থেকে সুখবরটি আসে। এশিয়ান অনুর্ধ্ব-২১ যুব হকি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ২-০ গোলে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়াকে। বিশ্ব হকির অন্যতম শক্তিশালী দেশ কোরিয়া। এশিয়া কাপে শিরোপা ও এশিয়ান গেমসে স্বর্ণ জেতার রেকর্ড রয়েছে দেশটির। একেতো শক্তিশালী প্রতিপক্ষ তারপর আবার যে স্বল্প প্রস্তুতিতে বাংলাদেশ খেলতে গেছে তাতে দক্ষিণ কোরিয়াকে হারানোটা স্বপ্নই মনে হয়েছিল।

ঢাকা ছাড়ার আগে অধিনায়ক অসমি গোপ বলে যান, প্রস্তুতি যায় হোক তারা দেশের জন্য উজার হয়ে খেলবেন। কথা রেখেছেন অসীমরা। গ্রুপের প্রথম ম্যাচে দুর্ভাগ্যক্রমে পাকিস্তানের কাছে ১-৩ গোলে হেরে গেলেও পরের ম্যাচে ওমানের বিপক্ষে ৫-৪ গোলে জিতে যায়। মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। সারোয়ার ও মিলনের গোলে ঐতিহাসিক জয় পায় লাল-সবুজের দল। অনেক দিন পর হকিতে সু-খবর আসলো। হকির যে কোনো টুর্নামেন্টে বড় দলকে হারানোর কৃতিত্ব খুব একটা নেই। ব্যর্থতা যেন পেয়ে বসেছিল, এমন অবস্থায় দক্ষিণ কোরিয়াকে হারানোটা নিঃসন্দেহে বড় সু-সংবাদ। ফেব্রুয়ারিতে জাতীয় দল এস,এ গেমসে অংশ নেবে। মালয়েশিয়ায় যুবাদের এ স্মরণীয় জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে।

কোরিয়াকে হারিয়ে আজ কোয়ান্টামে জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়বে। বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হবে। জিততে পারলে বাংলাদেশ শুধু এশিয়ান যুব হকিতে সেমিতে খেলবে না। আগামীতে যুব বিশ্বকাপে সুযোগও পেয়ে যাবে বাংলাদেশ। কোরিয়াকে যখন হারানো গেছে তখন জাপানের বিপক্ষে জিতবে এ আশা করা যায়। জাতীয় দলের প্রধান নির্বাচক কামরুল ইসলাম কিসমত বলেন, ‘জুনিয়র লেভেলে বাংলাদেশ বরাবরই ভাল খেলে। স্বল্প প্রস্তুতি নিয়েই দক্ষিণ কারিয়াকে হারানো গেছে। আগ থেকে প্রস্তুতি নিলে আরো ভাল করা যেত। আজকের ম্যাচ সম্পর্কে কিসমত বলেন, জাপানও শক্তিশালী দল। কোরিয়াকে হারানোর পর খেলোয়াড়দের স্পিরিট বেড়ে গেছে। গতি ধরে রাখতে পারলে অবশ্যই ম্যাচ জেতা সম্ভব।’ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ভর যোগ্য দুই তারকা মো. খোরশেদ ও রেজাউল করিম মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। খোরশেদের ডান হাতে তিন সেলাই পড়েছে। মাংস পেশীতে টান পড়ছে রেজাউল করিমের। হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইউসুফ আলী বলেন, ভারতীয় ফিজিওর অনুমতির ওপর নির্ভর করছে তাদের মাঠে নামা।

সর্বশেষ খবর