মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

লোপেজে ভরসা নেই বাফুফের!

ক্রীড়া প্রতিবেদক

লোপেজে  ভরসা নেই বাফুফের!

ক্রুইফের বদলে নতুন কোচ হয়েছেন ফ্যাবিও লোপেজ। চার মাসের সাময়িক চুক্তি হয়েছে তার সঙ্গে। কিন্তু বাফুফে লোপেজের ওপর ভরসা রাখতে পারছে না। মূলত সাফ চ্যাম্পিয়নের জন্য রাখা হলেও ফেডারেশন এখনই তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে। নতুন কোচ জাতীয় দলের মানের কোনো পরিবর্তন ঘটাতে পারছেন না। বরং আগের চেয়ে পারফরম্যান্সের আরও অবনতি ঘটেছে। লোপেজ দায়িত্ব নেওয়ার পর জাতীয় দল পাঁচটি ম্যাচে অংশ নিয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে দুই অ্যাওয়ের ম্যাচে কিরগিজস্তান ২-০, তাজিকিস্তান ৫-০, ঢাকায় অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হার মানে। শক্তিশালী প্রতিপক্ষ বলে এসব ফলাফলকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল বাফুফে। কিন্তু চীনে প্রাদেশিক টুর্নামেন্টে বাংলাদেশ যা করছে তাতে বাফুফে কোচের ওপর ক্ষুব্ধ। জাতীয় দল হেরেছে মিয়ানমার অপরিচিত হান্টার ও চীনের তৃতীয় বিভাগের লিজিয়ানের কাছে। আজ চীনের আরেকটি ক্লাবের সঙ্গে ম্যাচ খেলে দেশে ফিরবেন ফুটবলাররা। জাতীয় দলের এমন পারফরম্যান্সে সাফে কি করবে তা নিয়ে এখনই চিন্তায় পড়ে গেছে বাফুফে। লোপেজের সঙ্গে চুক্তি চার মাসের। এ অবস্থায় ইচ্ছা থাকলেও তাকে বিদায় জানানো সম্ভব নয়। শোনা যাচ্ছে চীন থেকে ঢাকা ফেরার পর বাফুফে সভাপতি কাজী     সালাউদ্দিন লোপেজের সঙ্গে     বৈঠক করবেন। সেখানে তিনি জানতে চাইবেন  দলে এমন  পরিণতি ঘটছে কেন? কোচ যদি থাকতে না চান তাহলে ফেডারেশন বিকল্প চিন্তা করতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর