বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজীবন নিষিদ্ধ হচ্ছেন প্লাতিনি?

ক্রীড়া ডেস্ক

আজীবন নিষিদ্ধ হচ্ছেন প্লাতিনি?

ফিফার এথিকস কমিটি বেশ আঁটোসাঁটো করেই ধরেছে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে। সাবেক এ ফরাসি তারকাকে আজীবন নিষিদ্ধ করারই পক্ষপাতি ফিফা। এমনটাই অভিযোগ করেছেন প্লাতিনির আইনজীবী। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের কাছ থেকে ২ মিলিয়ন ডলার অর্থ গ্রহণের অভিযোগে নব্বই দিনের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন প্লাতিনি। এরই মধ্যে এথিকস কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলেই অনেকে মনে করছেন। এ কারণেই ব্ল্যাটার ও প্লাতিনির আপিল আবেদন বাতিল করে দিয়েছে ফিফার আপিল কমিটি। প্লাতিনির আইনজীবী ডি অ্যালেস অভিযোগ করে বলেছেন, প্লাতিনির বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত না হলেও তাকে নিষিদ্ধের কবলে পড়তে হচ্ছে। তিনি বলেন, ‘এটা কোনো কিছুর উপর ভিত্তি করে হচ্ছে না।’ ডি অ্যালেস ফিফার আচরণকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেন। তিনি বলেন, প্লাতিনিকে ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে না দেওয়ার এটা একটা ষড়যন্ত্র।

সর্বশেষ খবর