বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকায় আসছেন ম্যারাডোনা

বাংলাদেশে ১০০ কোটি টাকার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় আসছেন ম্যারাডোনা

ক্রিকেটের মতো এবার বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগও মাঠে গড়াচ্ছে। বেশকিছু দিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন আর কোনো জল্পনা-কল্পনা নয়, ১০০ কোটি টাকা বাজেটের স্বপ্নের এই ফুটবল লিগ মাঠে গড়াবে ২০১৬ সালের নভেম্বরেই। গতকাল সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসভবনে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইউকে সকার লিগের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আটটি দল নিয়ে আয়োজিত লিগে বাফুফের সঙ্গে ইউকে সকার লিগতো আছেই, সঙ্গে থাকছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) ও বাংলাদেশের ব্যবসায়িক গোষ্ঠী পাওয়ারটেক। সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘অনেক আলোচনার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছি। পাঁচ বছরের জন্য লিগের বাজেট ১০০ কোটি টাকা। লিগটা আমরা সামনের বছরের নভেম্বরেই শুরু করতে চাই। এ ব্যাপারে আরও বিস্তারিত বলা যাবে আগামী মাসে। পেশাদার লিগের পাশাপাশি প্রতি বছর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগও অনুষ্ঠিত হবে।’ আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটকে প্রথম আসরের ভেন্যু হিসেবে ধরে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় খবর হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগের উদ্বোধনে ফুটবল সম্রাট দিয়েগো ম্যারাডোনারও আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন সিএমজির নির্বাহী পরিচালক ভাস্কর গোস্বামী। তিনি বলেন, ‘ম্যারাডোনাকে বলা আছে। তার কাছে আমরা লিখিতভাবে সময় চেয়ে রেখেছি। আশা করছি তাকে ঢাকা আনা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর