বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রথম দিনটি বোলারদের

নাগপুর টেস্ট

ক্রীড়া ডেস্ক

প্রথম দিনটি বোলারদের

রবিন্দ্র জাদেজার বলে বোল্ড ইমরান তাহির -এএফপি

নাগপুরে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টিতে প্রথমদিনেই ভারতীয়দের ২১৫ রানে বিধ্বস্ত হওয়া দেখে যারা দক্ষিণ আফ্রিকার ভ‚য়সী প্রশংসা করছিল তাদের ভোল পাল্টাতে সময় লাগল না। শেষ বিকালেই ভারতীয় স্পিন আক্রমণ দিশাহারা করে তুলল প্রোটিয়াদের। মাত্র ১১ রান দিয়ে ভারতীয়রা তুলে নিয়েছে ২টি উইকেট। এলগার-আমলারা শক্ত হাতে হাল ধরতে ব্যর্থ হলে ভারতের ২১৫কেও বহুদূরের বলে মনে হবে দক্ষিণ আফ্রিকার জন্য। চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয়রা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। গতকাল নাগপুরে টস জিতে ব্যাটিং নিয়ে ভারত হার্মারের আর্মারের সামনে গুটিয়ে যায়। হার্মারকে ভালোভাবেই সঙ্গ দেন মরকেল। হার্মার মাত্র ৭৮ রান দিয়ে চার উইকেট শিকার করেন। অন্যদিকে মরকেল শিকার করেন ৩ উইকেট। এছাড়াও একটি করে উইকেট শিকার করেন রাবাদা, এলগার ও ইমরান তাহির। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন বিজয়। এছাড়া জাদেজা ৩৪ এবং সাহা ৩২ রান করেন। ব্যাটিংয়ে ভারতের ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকাও ভালো করতে পারেনি। অশ্বিন ও জাদেজার আক্রমণে মাত্র ১১ রানেই তারা হারায় ভ্যান জিল ও ইমরান তাহিরের উইকেট। উইকেটে আছেন এলগার ও হাশিম আমলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর