শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জাহানারা-সালমারা থাইল্যান্ডে

ক্রীড়া প্রতিবেদক

জাহানারা-সালমারা থাইল্যান্ডে

আগামী বছর টি-২০ বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিবেন মাশরাফি, সাকিবরা। বিপরীতে জাহানারা আলম, সালমা খাতুনদের অংশ নিতে উতরাতে হবে বাছাইপর্বের কঠিন ব্যারিয়ার। ফাইনালে উঠলেই টি-২০ বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশ মহিলা দলের। থাইল্যান্ডের ব্যাংককে ২৬ নভেম্বর-৬ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিচ্ছে ফেবারিট হিসেবে। কিন্তু দলের কোচ গামাগি মনে করেন, কাজটি সহজ নয়। আসরে বাংলাদেশের মূল বাঁধা আয়ারল্যান্ড। বাছাইপর্ব খেলতে গতকাল থাইল্যান্ড গেছেন জাহানারারা। বাছাইপর্বে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার জাহানারা আলমের কাঁধে। আট দলের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অপরাপর দলগুলো স্বাগতিক থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। জাহানারাদের প্রথম ম্যাচ ২৮ নভেম্বর, প্রতিপক্ষ থাইল্যান্ড। ২৯ নভেম্বর স্কটল্যান্ড এবং ১ ডিসেম্বর খেলা পাপুয়া নিউগিনির বিপক্ষে। টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ৩ ডিসেম্বর এবং ফাইনাল ৫ ডিসেম্বর। দলের কোচ গামাগি বিশ্বকাপ খেলার প্রত্যাশার কথা বলেন,‘আমাদের দলটি অনেকদিন ধরে অনুশীলন করছে। দলের ক্রিকেটাররা সবাই সুস্থ। আমরা অবশ্যই ফাইনাল খেলার আশা করছি। তবে আয়ারল্যান্ডকে আমাদের মূল প্রতিপক্ষ ভাবছি।’

আসরে চারজন মহিলা আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। আইসিসি আনুষ্ঠানিকভাবে চার মহিলা আম্পায়ারকে নিয়োগ দিয়েছেন টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে। চার মহিলা আম্পায়ার নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রস, অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক, ইংল্যান্ডের সু রেডফার্ন ও ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস।

সর্বশেষ খবর