শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইতিহাসের সাক্ষী অ্যাডিলেড

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাসের সাক্ষী অ্যাডিলেড

গোলাপি বল আর ফ্ল্যাড লাইট অ্যাডিলেডে মিলেমিশে একাকার। কাল টেস্ট ম্যাচ দিয়ে সোনালি ইতিহাসের বাক্সবন্দী হল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড -এএফপি

৩৮ বছর আগে, ১৯৭৭ সালের ডিসেম্বরে ফ্লাডলাইটের আলোয় ইমরান খান যখন প্রথম বলটি করেছিলেন, তখন কি কারও মনে হয়েছিল রাতের আলোয় ক্রিকেট হবে হররোজ। কারও মনে হয়নি। তার আগে কারও কল্পনাতে আসেনি রঙিন পোশাক এবং সাদা বলে ক্রিকেট খেলবেন ক্রিকেটাররা। এখন খেলছেন। তবে টেস্ট ক্রিকেট তার আভিজাত্য ধরে রেখেছিল এতদিন। সফেদ সাদা পোশাক, আর লাল বলেই গত ১৩৮ বছর ধরে চলছে টেস্ট খেলা। কিন্তু এবার নতুন পথে হাঁটতে শুরু করেছে। সাদা পোশাকে হলেও এই প্রথম ফ্লাডলাইটের আলো এবং গোলাপি বলে শুরু হয়েছে টেস্ট। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের আয়োজক হয়ে ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে গেল অ্যাডিলেড। এমন সোনালি ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেন ৪৭ হাজার দর্শক। এই অ্যাডিলেডেই গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয় তুলে বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। অনেক সময় হার-জিতের চেয়েও বড় হয়ে পড়ে আনুষঙ্গিক বিষয়াদি। অ্যাডিলেড টেস্টটিকে সাধারণ মানে নামিয়ে এখন আলোচনায় গোলাপি বল ও ফ্লাডলাইটের আলো। ফ্লাডলাইটের আলোয় প্রতিনিয়ত খেলছে ক্লাবগুলো। কিন্তু টেস্ট ক্রিকেট এই প্রথম। এই প্রথম গোলাপি বল ব্যবহার করা হলো আন্তর্জাতিক ক্রিকেটে। ইয়ারা নদীর পাড়ে দাঁড়ানো অ্যাডিলেড ওভালে কাল যখন টস করতে নামেন স্টিভেন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককুলাম, তখনই রচিত হয় ইতিহাস। নিন্দুকের মুখে কালির ঝামটা দিয়ে ক্রিকেট ইতিহাসকে আরও রাঙায়িত করল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৮৭৭ সালে মেলবোর্নে প্রথম টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৩৮ বছরে কাল ২১৯০ নম্বর টেস্ট খেলতে নামে ট্রান্স ওসানিয়ার দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। মিচেল স্টার্ক প্রথম বল করে যেমন ইতিহাস গড়েন, তেমনি প্রথম বল মোকাবিলা করে সোনালি ইতিহাসের বাক্সবন্দী হলেন মার্টিন গাপটিলও। এরপর টেস্ট দিনভর তার স্বাভাবিক গতিতে হেঁটেছে। ইতিহাসের পাতায় লেখা গোলাপি বল এবং ফ্লাডলাইটের আলোর টেস্টের প্রথম দিনে উইকেটের পতন হয়েছে ১২টি। ব্ল্যাক ক্যাপসরা প্রথমে ব্যাট করে টম ল্যাথামের ৫০ রানে ভর করে ২০২ রান করেন প্রথম ইনিংসে। স্টার্ক ৩ উইকেট নিলেও আলাদা করে স্মরণীয় থাকছে পিটার সিডলের জন্য। টেস্ট ক্যারিয়ারের ২০০ নম্বর উইকেট কাল নিলেন সিডল। সফরকারীদের গুঁড়িয়ে খুব ভালো অবস্থানে নেই স্মিথ বাহিনীও। ৫৪ রান তুলতে হারিয়েছে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও বার্নসকে। ইতিহাসের দিনে কাল ক্রিকেটপ্রেমীরা স্মরণ করল ফিল হিউজকে। গত বছর ২৭ নভেম্বর প্রথম শ্রেণির ম্যাচ খেলতে গিয়ে তিনি বলের আঘাতে মৃত্যুবরণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর