বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিশ্বকাপ টি-২০ বাছাই পর্ব

পাপুয়া নিউগিনিকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আর মাত্র একটা ম্যাচ জিতলেই বাংলাদেশের মেয়েরা আইসিসি টি-২০ বিশ্বকাপের চ‚ড়ান্ত পর্ব খেলার যোগ্যতা অর্জন করবে। গতকাল জাহানারার দল পাপুয়া নিউগিনিকে ৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। শেষ চারে বাংলাদেশের মেয়েরা জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আগামীকালের লড়াইয়ে জিম্বাবুয়েকে হারাতে পারলেই জাহানারার দল আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

গতকাল বাংলাদেশের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। জয়ের বিকল্প ছিল না জাহানারাদের সামনে। টস জিতে পাপুয়া নিউগিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ফারজানা হক। এছাড়াও নিগার সুলতানা ১৪, রিতু মনি ১৩ ও অধিনায়ক জাহানারা ১০ রান করেন। পাপুয়া নিউগিনির পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন সিউরা। জবাব দিতে নেমে খাদিজাতুল কুবরার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৯ রানেই শেষ হয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। খাদিজা মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। রুমানা আহমেদ ১৩ রানে ৩ উইকেট শিকার করেন।

সর্বশেষ খবর