শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিরোপা জিততে নামছেন জাহানারারা

আজ ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা জিততে নামছেন জাহানারারা

টার্গেট পূরণ হয়েছে। সেমিফাইনালে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ডও। আজ দুই দেশ মুখোমুখি হচ্ছে শিরোপার লড়াইয়ে। ব্যাংককের ফাইনালে জেতার লক্ষ্যেই নামছেন জাহানারারা। জিতলেই টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ খেলেছিল মহিলা দল। সেবার সরাসরি খেলার সুযোগ পেয়েছিল স্বাগতিকতার সুযোগে। এবার সেই সুযোগ না থাকায় বাছাই পর্ব খেলতে হচ্ছে মহিলা দলকে। ব্যাংককে আট জাতির বাছাই পর্বে বাংলাদেশ খেলেছে ‘এ’ গ্রুপে। মহিলা দল এবার অংশ নিচ্ছে নতুন নেতৃত্বে। টি-২০ ফরম্যাটে মহিলা দলের অধিনায়ক এখন জাহানারা আলম। অফ ফর্মের জন্য অধিনায়কত্ব হারিয়েছেন সালমা খাতুন। নেতৃত্ব হারালেও দলে রয়েছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ মহিলা ক্রিকেটার সালমা। বাছাই পর্বে জাহানারাদের প্রথম প্রতিপক্ষ ছিল স্বাগতিক থাইল্যান্ড। ৭৩ রানের বড় ব্যবধানে জিতে যাত্রা শুরু করেন জাহানারারা। বাংলাদেশের ১০৫ রানের জবাবে ৩২ রানে গুটিয়ে গিয়েছিল থাইল্যান্ড। পরের দিন জাহানারারা ৮ উইকেটে হারান স্কটল্যান্ডকে। স্কটিশদের হারিয়ে নিশ্চিত হয়েছিল সেমিফাইনাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারায় ৪১ রানে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে মুখোমুখি হয় জিম্বাবুয়ের। কিছুদিন আগে দেশের মাটিতে দুটি টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেসে-খেলে জিতেছিলেন জাহানারারা। সেমির প্রতিপক্ষ জিম্বাবুয়ে হওয়ায় কাজটা অপেক্ষাকৃত সহজ হয়ে যায় মহিলা দলের। আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে সেমির লড়াইয়ে বেশ সহজেই উতরে যায়। যদিও ব্যাটিংটা ভালো হয়নি জাহানারাদের। ২০ ওভারে মাত্র ৮৯ রান করে জাহানারা বাহিনী। সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা হক। ২২ করেছিলেন শারমিন আক্তার। মামুলি স্কোর নিয়েও দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং করে ১৯.১ ওভারে মাত্র ৫৮ রানে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে তুলে নেয় ৩১ রানের সহজ জয়। বাছাই পর্বে ব্যাটিংটা ভালো হয়নি মহিলা দলের। হাফ সেঞ্চুরি নেই একটিও। তবে বোলিং হয়েছে দুর্দান্ত। বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় দল এখন নির্ভার। তারপরও চ্যাম্পিয়ন হতে গতকাল অনুশীলন করেছেন সবাই। আজ শিরোপা জিততেই মাঠে নামবে দল জানান জাহানারা, ‘আমাদের টার্গেট ছিল বিশ্বকাপ নিশ্চিত করা। সেই টার্গেট পূরণ হয়েছে। এখন টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। আমরা চ্যাম্পিয়ন হতেই খেলব। যদিও আয়ারল্যান্ড প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী।’

সর্বশেষ খবর