শিরোনাম
শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রশ্নের মুখোমুখি প্লাতিনি

ক্রীড়া ডেস্ক

ল্যাটিন আমেরিকান ফুটবলের দুই নির্বাহী দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার পর ফিফার ওপর আরও একবার ঝড়ো তুফান বয়ে গেল। তবে নতুন এ তুফান পরিবেশ ঘোলাটে করার আগেই পুরনো তুফান আরও একবার শান্ত নদীতে ঝড় তুলতে যাচ্ছে। ফিফার এথিকস কমিটি মিশেল প্লাতিনিকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে। ফিফার এক দায়িত্বশীল ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, সম্ভবত ১৬ ও ১৮ ডিসেম্বরের মধ্যে মিশেল প্লাতিনিকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে ফিফা। ২০১১ সালে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের কাছ থেকে অবৈধভাবে ২ মিলিয়ন মার্কিন ডলার গ্রহণের অভিযোগ রয়েছে মিশেল প্লাতিনির ওপর। ৬০ বছর বয়সী মিশেল প্লাতিনি কয়েক মাস আগেও ফিফার সভাপতি পদ অলঙ্কৃত করার সবচেয়ে যোগ্য ও বড় দাবিদার ছিলেন। বর্তমানে অবশ্য আগামী ফেব্র“য়ারির নির্বাচনটাও সম্ভবত তিনি করতে পারবেন না। নব্বই দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই প্লাতিনি নতুন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন। এরই মধ্যে ফিফার আপিল কমিটি ব্ল্যাটার ও প্লাতিনির আপিল আবেদন প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ খবর