বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দ্বৈরথে জিতলেন আমির

ক্রীড়া প্রতিবেদক

দ্বৈরথে জিতলেন আমির

পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে আউট করার পর পাকিস্তানি বোলার মোহাম্মদ আমিরের অদ্ভুতুরে উদযাপন। শূন্যে ঘুষি ছুড়লেন কয়েকবার। নানা রকম অঙ্গভঙ্গি করলেন। মুখেও কি যেন বলছিলেন। দেখে মনে হলো যেন জীবনে প্রথম উইকেট শিকার করেছেন চিটাগাং ভাইকিংসের এই পেসার। আর মোহাম্মদ হাফিজকে দেখে মনে হচ্ছিল, যেন মহা লজ্জায় পড়েছেন তিনি।

দুই পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে লড়াইটা শুরু হয়েছিল বিপিএল শুরুর আগেই। চিটাগাং ভাইকিংস যখন মোহাম্মদ হাফিজকে দলে নেওয়ার জন্য লোভনীয় অফার দিয়েছিল, তখন কোনো রাখঢাক না করেই ‘প্রফেসর’ খ্যাত তারকা ব্যাটসম্যান বলেছিলেন, যে দলে কলঙ্কিত ক্রিকেটার খেলেন সে দলে আমি খেলবো না। তারপর ঢাকা ডাইনামাইটসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কাল তারা মুখোমুখি লড়াইয়ে নামেন। লড়াইয়ের কথা চিন্তা করেই কিনা মোহাম্মদ হাফিজ যখন ব্যাটিংয়ে তখন নিয়ে আসেন মোহাম্মদ আমিরকে। আর আমিরকে দেখে হাফিজও যেন কিছুটা অপ্রস্তুত হয়ে যান। অফ স্ট্যাম্পের বাইরের বল খেলবেন কি খেলবেন না ভাবতে ভাবতেই তার ব্যাটে লেগে বল চলে যায় উইকেটরক্ষক বিজয়ের কাছে। মাত্র এক রানে ফিরে যেতে হয় ঢাকা ডাইনামাইটসের ব্যাটসম্যানকে। ম্যাচ শেষে দুই পাক ক্রিকেটারের লড়াই সম্পর্কে তামিম বলেন, ‘ওই সময় হাফিজের উইকেটটা খুব দরকার ছিল। আর যেহেতু আমির আমাদের প্রধান স্ট্রাইক বোলার তাই তাকে বোলিংয়ে নিয়ে এসেছিলাম। তাছাড়া মিডিয়ায় যেভাবে এসেছে মনে হয় না আমির এসব নিয়ে এতো বেশি ভেবেছে। দেখা যাবে কিছুদিন পর তারা হয়তো একই দলে খেলছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর