বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দিল্লিতে জিতে খুশি কোহলি

ক্রীড়া ডেস্ক

টি-২০, ওয়ানডে ক্রিকেটের চার-ছক্কার ধুন্ধুমারে যখন ভাসছে ক্রিকেট বিশ্ব, তখন ১৪৩.১ ওভারে ১৪৩ রান! বিস্ময়ের চেয়ে বড় বিস্ময়। অথচ এমনটাই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। দেখাল বিশ্বের এক নম্বর টেস্ট খেলুড়ে দেশ দক্ষিণ আফ্রিকা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্ট বাঁচাতে কচ্ছপ গতিতে ব্যাটিং করেন হাশিম আমলা, এডি বি ভিলিয়ার্সরা। প্রোটিয়াসদের এমন মাটি কামড়ানো লড়াইয়ে এক সময় মনে হয়েছিল টেস্টটি বোধ হয় ড্র করে ফেলবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেটা হয়নি। দক্ষিণ আফ্রিকার সব প্রতিরোধ ভেঙে যায় মাত্র ২৬ বলে! দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভারত টেস্টটি জিতে নেয় ৩৩৭ রানের পাহাড়সম ব্যবধানে। অবশ্য চার টেস্ট সিরিজ আগেই জিতে নিয়েছিল কোহলি বাহিনী। দিল্লি টেস্ট জিতে ব্যবধানটা করল ৩-০। নাগপুর কিংবা মোহালি টেস্ট জিতলেও উত্তেজনার চরমে থাকা দিল্লি টেস্টকে এগিয়ে রেখেছেন ভারতীয় অধিনায়ক কোহলি, ‘সব জয়ই দারুণ। কিন্তু দিল্লি টেস্ট জয়কে এগিয়ে রাখব আমি। দক্ষিণ আফ্রিকা চেষ্টা করেছে ড্র করতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর