বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জুনায়েদের আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক

জুনায়েদের আক্ষেপ

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলে টি-২০তে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ন জুনায়েদ সিদ্দিক। প্রিমিয়ার লিগে ধানমন্ডি মাঠে হাঁকিয়ে ছিলেন শতক। কিন্তু রেকর্ডবুকে তার নাম নেই। কাল তাই কিছুটা আক্ষেপের সঙ্গে সিলেট সুপার স্টারসের এই ওপেনার জানালেন, ‘সবচেয়ে দুঃখের ব্যাপার, ওই রানটা এখনো কাউন্ট হয়নি। ক্রিকইনফোতে সেটা নাই। থাকলে হয়তো টি-২০তে আমারই প্রথম সেঞ্চুরি থাকতো। ওই ইনিংসটা থেকে আমাকে সবাই চিনে। টি-২০ আমি সব সময় উপভোগ করি। যেখানেই খেলি না কেন পারফর্ম করার চেষ্টা করি।’ আগের দিন রংপুর রাইডার্সের হয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন জুনায়েদের খুব কাছের বন্ধু জহুরুল ইসলাম অমি। গতকাল হাফ সেঞ্চুরি করলেন নিজেও। বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা ছিল কিনা? এমন প্রশ্নে জুনায়েদ বলেন, ‘ও যেহেতু রাজশাহীর ছেলে... আমার কাছে মনে হয়েছে, ও রান করছে, কষ্ট করছে; ভাবলাম আমিও চেষ্টা করে দেখি। সবচেয়ে বড় কথা হলো, প্রথম ম্যাচ খেলার পর ৬টি ম্যাচ বাইরে ছিলাম। ওই সময়টা খুব খারাপ ছিল। অনেক পরিশ্রম করছিলাম। নিজের কাছেও চ্যালেঞ্জ ছিল। ভেবেছি, ভালো না খেললে ক্যারিয়ার থাকবে না। সে কারণে অনেক পরিশ্রম করতে হয়েছে।’ কালকের ম্যাচে শেষ ওভারে নাটকীয় জয় পায় সিলেট। ওই সময় নিজের অনুভূতির কথা বর্ণনা করতে গিয়ে জুনায়েদ হাসতে হাসতে বলেন, ‘আমাদের তখন হার্টের প্রবলেম হয়ে যাচ্ছিল। ... মনে হচ্ছিল দলের জন্য কার্ডিওলজিস্ট দরকার। তবে ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ। সেটা ১০ বল আগে থাকতেই হোক, বা যাই হোক। এটা সত্য যে আমরা হয়তো আরেকটু আগেই এটা শেষ করতে পারতাম।’ আফ্রিদির ব্যাটিং সম্পর্কে বলেন, ‘বিশ্বাস ছিল। কারণ আফ্রিদি অভিজ্ঞ ক্রিকেটার। মনে হয়েছিল, সে শেষ পর্যন্ত থাকতে পারলে ফলাফল আমাদের দিকেই আসবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর