শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গুগলে বেশি খোঁজা হয়েছে মুস্তাফিজকে

ক্রীড়া ডেস্ক

গুগলে বেশি খোঁজা হয়েছে মুস্তাফিজকে

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। টেস্টে ২০০৯ সালে সাকিব আল হাসান সুযোগ পেলেও ওয়ানডেতে মুস্তাফিজই বাংলাদেশের পক্ষে প্রথম সুযোগ পান। কাটারখ্যাত এ বোলার সবাইকে ছাড়িয়ে গেছেন আরেকটি জায়গায়। গুগল বাংলাদেশে এ বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ব্যক্তিদের তালিকায় সবার ওপরে রয়েছেন মুস্তাফিজ। ২০১৫ সালে গুগলের ‘ইয়ার ইন সার্চ’ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০১৫ সালে বাংলাদেশের ক্রিকেট স্বপ্নের মতো কেটেছে। তাই গুগলের ‘ইয়ার ইন সার্চ’ প্রতিবেদনে দেখা গেছে ক্রিকেটারদের আধিপত্য। প্রতিবেদনে, পেসার তাসকিন আহমেদ চতুর্থ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রয়েছেন নবম স্থানে। এর বাইরে সেরা দশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি হলেন প্রয়াত বাংলাদেশি টিভি অভিনেতা মডেল সায়েম সাদাত। তার অবস্থান সপ্তম। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আবদুল কালাম, তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এ ছাড়া পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী মডেল শিল্পী এরিয়ন উইন্টার। ষষ্ঠ স্থানে আমেরিকান বক্সার রোন্ডা রাউসি, অষ্টম স্থানে ভারতীয় অভিনেত্রী সানি লিওনি, দশম স্থানে ভারতীয় অভিনেত্রী কারিশমা তান্নার                 জায়গা হয়েছে।

 

সর্বশেষ খবর