মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

২০টি খেলা দেখাবে স্টার স্পোর্টস

ক্রীড়া প্রতিবেদক

২০টি খেলা দেখাবে স্টার স্পোর্টস

২৭ জানুয়ারি শুরু যুব বিশ্বকাপ। এখনো কয়েক সপ্তাহ বাকি। এরইমধ্যে প্রচারণা চালানো শুরু করেছে ইএসপিএন-স্টার স্পোর্টস। বিশ্বকাপ ক্রিকেটের পর সবচেয়ে বড় ইভেন্ট অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। আয়োজক বাংলাদেশ এবং খেলা হবে ৬টি ভেন্যুতে। আসরে অংশ নিবে ১৬ দেশ এবং খেলা ৪৮টি। ১৬ দল চার গ্রুপে খেলবে। গ্রুপ পর্বের খেলা ২৪টি। সব মিলিয়ে স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ২০টি খেলা। যাতে থাকছে লিগ পর্বের ৮টি খেলা। কাপ ও প্লেট পর্বের দুটি ফাইনাল ছাড়াও কাপ পর্বের কোয়ার্টার ফাইনালের ৮টি এবং ২টি সেমিফাইনাল সরাসরি সম্প্রচারিত হবে। যুব বিশ্বকাপ শুরু ২৭ জানুয়ারি। উদ্বোধনী দিনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। গ্রুপ পর্বে ভারতের তিনটি খেলা দেখাবে স্টার স্পোর্টস। ভারত গ্রুপ পর্বে খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেপালের বিপক্ষে। এছাড়া ইংল্যান্ডের দুটি, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের একটি করে খেলা সম্প্রচার করবে স্টার স্পোর্টস। কাপ পর্বের ফাইনাল ১৪ ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর