শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফুটবলে আরামবাগ ক্লাব বহিষ্কার

ক্রীড়া প্রতিবেদক

লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকেই পেশাদার লিগের দলবদল শুরুর কথা ছিল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবসহ আরও কটি ক্লাবের দাবি ছিল দলবদল পেছানোর। কিন্তু কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেছিলেন, দলবদল সঠিক সময়ে হবে। পেছানোর কোনো সম্ভাবনা নেই। না, শেষ পর্যন্ত দলবদল আগামীকাল থেকে হচ্ছে না। লিগ কমিটির ভাইস চেয়ারম্যান আবদুর রহিম জানান, হাঙ্গামার কারণে চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত রয়েছে। তাই ২৬ ডিসেম্বর থেকে দলবদল শুরু করা যাচ্ছে না। শনিবার লিগ কমিটির জরুরি সভা রয়েছে, সেখানেই নতুন করে দলবদলের তারিখ ঠিক হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য জানান, বঙ্গবন্ধু গোল্ডকাপের পরই দলবদল হবে। জানা গেছে, দলবদল নিয়ে বাফুফের মধ্যেও দ্বিমত দেখা দিয়েছে। অনেকেই চাচ্ছেন ক্লাবগুলোর বকেয়া মেটানোর পরই নতুন মৌসুমের দলবদল শুরু করতে। তা না হলে অনেক ক্লাবই বেঁকে বসতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে পুলিশের কাছে হারার পর আরামবাগের সমর্থকরা মাঠে রেফারিকে লাঞ্ছিত ছাড়াও বাফুফে ভবনে ব্যাপক ভাঙচুর করেন। এ হাঙ্গামার জন্য সাময়িকভাবে ফুটবলের সব কর্মকাণ্ড থেকে আরামবাগ ক্লাবকে বহিষ্কৃত করা হয়েছে।

সর্বশেষ খবর