সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

লিস্টার আর্সেনাল ম্যান ইউর হার

ক্রীড়া ডেস্ক

লিস্টার আর্সেনাল ম্যান ইউর হার

স্যান্ডারল্যান্ডের রক্ষণভাগে ম্যান সিটির ডেভিড সিলভার আক্রমণ —এএফপি

চাকরি বোধহয় আর বাঁচল না লুই ফন গালের! পয়েন্ট টেবিলের মাঝারি মানের দল স্টোক সিটির কাছে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২-০ গোলের ওই হারই ফন গালের ছিটকে পড়ার কারণ হতে পারে। দিন কয়েক আগে চাকরি হারিয়েছেন জোশে মরিনহো। মরিনহোর বিদায়ের পরের ম্যাচ জিতলেও বক্সিং ডে ম্যাচে পয়েন্ট হারিয়েছে চেলসি। ২-২ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের ৭ নম্বর দল ওয়াটফোর্ডের সঙ্গে। বক্সিং ডে ম্যাচে হেরেছে প্রিমিয়ার লিগের এবারের সবচেয়ে ‘অদম্য দল’ লিস্টার সিটি। পয়েন্ট টেবিলের লিস্টারকে ১-০ গোলে হারের স্বাদ দিয়েছে লিভারপুল। লিস্টারের হারে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল আর্সেনালের। সেই সুবর্ণ সুযোগটি হারাল আর্সেন ওয়েঙ্গারের দল। ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে সাউদাম্পটনের কাছে। পয়েন্ট টেবিলের তৃতীয় দল ম্যানচেস্টার সিটি আবার ৪-১ গোলে বিধ্বস্ত করেছে পয়েন্ট টেবিলের নিচের সারির দল স্যান্ডারল্যান্ডকে।

গত মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি। এবার রেলিগেশন এড়াতে লড়ছে। হারের ধাক্কায় এমন বিপর্যস্ত যে, ক্লাব কর্তৃপক্ষ বরখাস্ত করে মরিনহোকে। তার বদলে দায়িত্ব তুলে দেয় গাস হিডিঙ্ককে। দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে জয় উপহার দেন দলকে। কিন্তু পরশু রাতে কোনোরকমে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লা ব্লুজরা। ওয়াটফোর্ডের সঙ্গে ড্রয়ে চেলসির পয়েন্ট ১৮ ম্যাচে ১৯। বিপরীতে ওয়াটফোর্ডের পয়েন্ট সমান ম্যাচে ২৯। শিরোপা লড়াইয়ে টিকে থাকা ম্যান সিটি নাকাল করেছে স্যান্ডারল্যান্ডকে। ৪-১০ গোলে বড় জয়ের ম্যাচে ম্যান সিটির পক্ষে গোলগুলো করেন রহিম স্টার্লিং, ইয়াইয়া তুরে, উইলফ্রেড বনি ও কেভিন ডি ব্রুইন। বড় জয়ে ম্যানুয়েল পেলিগ্রিনির ম্যান সিটির পয়েন্ট ১৮ ম্যাচে ৩৫। দলটির উপরে রয়েছে আর্সেনাল ও লিস্টার সিটি। আশ্চর্য হলেও সত্যি, বক্সিং ডেতে দুই দলই হেরেছে। লিস্টারকে ১-০ গোলে হারানোর ম্যাচের নায়ক ক্রিস্টিয়ান বেনটেক। বেনটেকের গোলে জয়ী অল রেডদের পয়েন্ট ১৮ ম্যাচে ২৭। পয়েন্ট টেবিলে লিভারপুলের স্থান এখন ৮-এ। হারলেও ৩৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ক্লডিও রেনিয়েরির লিস্টার সিটি।

ওয়েঙ্গারের দল গানারদের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল। সুযোগটিকে কাজে লাগাতে পারেনি আর্সেনাল। সাউদাম্পটনের কাছে ৪-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে দলটিকে। ওয়েঙ্গারের দলের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৬। একই দিন নরিচকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। স্পারের পয়েন্ট ১৮ ম্যাচে ৩২। বোর্নমাউথের সঙ্গে গোলশূন্য ড্র করে ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ৩০। স্টোক সিটির কাছে ২-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে এসেছে ম্যানইউ। ১৮ ম্যাচে রেড ডেবিলদের পয়েন্ট ২৯। 

সর্বশেষ খবর