বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভূমিকম্প আতঙ্কে ক্রীড়াঙ্গন

ক্রীড়া প্রতিবেদক

ভূমিকম্প আতঙ্কে ক্রীড়াঙ্গন

জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার

প্রচণ্ড ভূমিকম্পে সোমবার ভোরে সারা দেশ কেঁপে উঠে। আতঙ্কে ঘর ছেড়ে অনেকেই বাইরে বেরিয়ে আসে। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ ভূকম্পের মাত্রা ছিল। কিন্তু বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আতঙ্ক এখনো কাটছে না। কখন আবার ভূমিকম্পে দেশ কেঁপে উঠে এমন ভয়ও বিরাজ করছে। ক্রীড়াঙ্গনও ভূমিকম্প নিয়ে আতঙ্কে রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা জানালেন, সুদৃশ্য ২০ তলা টাওয়ারে আমরা নিয়মিত অফিস করছি। কিন্তু ভূমিকম্পের ভয় কাটছে না। টাওয়ার নির্মাণে যথাযথ সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা তা আমি জানি না। তবে সোমবার যে ধরনের ভূমিকম্প হয়েছে তাতে টাওয়ারে কোনো ফাটল ধরেছে কিনা পরীক্ষা করা উচিত। শুধু তাই নয়, দিনের বেলায় ভূমিকম্প হলে কর্মকর্তারা কীভাবে ভবন থেকে নেমে আসবেন তারও ট্রেনিং দেওয়া উচিত। চল্লিশ দশকে তত্কালীন ঢাকা স্টেডিয়াম (বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়ামে) খেলা শুরু হয়। তখন অবশ্য কাঠের গ্যালারি ছিল। ষাট দশকের শুরুতে পাকা গ্যালারি নির্মাণ হয়। স্বাধীনতার পর সু-উচ্চ গ্যালারির নির্মাণ হয়। মাঠ সংস্কার হয়েছে অনেক বার কিন্তু গ্যালারি সংস্কার হয়েছে খুবই কম। প্রায় দেখা যাচ্ছে গ্যালারির সিমেন্ট খসে পড়ছে। এ অবস্থায় ভূমিকম্পে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্ষতি হয়েছে কিনা তা অবশ্যই পরীক্ষা করা উচিত বলে মনে করেন সংশ্লিরা। নচেত যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই ভয় সুদৃশ্য মিরপুর স্টেডিয়াম নিয়েও। আশি দশকে নির্মিত এ স্টেডিয়ামের মাঠ সংস্কার হলেও গ্যালারি সংস্কার হয়েছে খুব কমই।

সোমবার ভূমিকম্পে গ্যালারির ক্ষতি হয়েছে কিনা অবিলম্বে খতিয়ে দেখতে হবে।

সর্বশেষ খবর