রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রাঙামাটির ক্রীড়াঙ্গনে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় : সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির ক্রীড়াঙ্গনে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। তাই পার্বত্যাঞ্চলের মানুষের মধ্যে হতাশা-বঞ্চনা রয়েছে। তবে চুক্তি বাস্তবায়নের হতাশা ক্রীড়াঙ্গনে পড়তে দেওয়া যাবে না। পার্বত্যাঞ্চলে সার্বিক পরিস্থিতি প্রতিষ্ঠা না হলেও ক্রীড়া ক্ষেত্রে এ অঞ্চল অনেক এগিয়ে।’ গতকাল বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বিতরণ করেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক পিএসসি, জেলা প্রশাসক সামসুল আরেফিন, জোন কমান্ডার লে. কর্নেল মো. সামসুদ্দিন মালিক সামস প্রমুখ।

সর্বশেষ খবর