সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভুল শুধরে খেলতে হবে মামুনুলদের

ক্রীড়া প্রতিবেদক

ভুল শুধরে খেলতে হবে মামুনুলদের

আমিনুল হক

পুরো দেশ চেয়ে থাকবে ফুটবলারদের দিকে। জাতি যেন হতাশ না হয় সে লক্ষ্য  নিয়ে বাহরাইনের বিপক্ষে সেমিফাইনালে লড়তে হবে বাংলাদেশকে। কথাগুলো বললেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক নন্দিত গোলরক্ষক আমিনুল হক। বঙ্গবন্ধু গোল্ডকাপে আজ সেমিফাইনালে কি করবে বাংলাদেশ? আমিনুল বলেন, ‘নামের দিক দিয়ে বাহরাইন এগিয়ে। কিন্তু শক্তির দিক দিয়ে বাংলাদেশকেই ফেবারিট বলব।  একেতো স্বাগতিকদের সুবিধা তারপর আবার জাতীয় দল। সেদিক দিয়ে বাহরাইন পিছিয়ে রয়েছে। তবে ফাইনালে উঠতে হলে মামুনুলদের সেরা নৈপুণ্য প্রদর্শন করতে হবে। মনে রাখতে হবে সাফে ব্যর্থতার পর ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা নেমে এসেছে। এখন তা কাটাতে বঙ্গবন্ধু গোল্ডকাপে শিরোপাটা খুবই জরুরি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সেমিতে এলেও টুর্নামেন্টে বেশ কিছু ভুল হয়েছে। আমি নিশ্চিত কোচ হিসেবে মারুফ ভাইও তা লক্ষ্য করেছেন। সেমিফাইনাল মানেই বাঁচা-মরার লড়াই। সেক্ষেত্রে ভুল শুধরিয়ে খেলতে হবে। আমি আশা রাখি ম্যাচ শেষে আমরা মামুনুলদের মুখে বিজয়ীর হাসি দেখব।  শুধু তাই নয়, ফুটবলে যে দশা তাতে এই মুহূর্ত একটা ট্রফি জেতা জরুরি হয়ে পড়েছে।  সেই সামর্থ্য অবশ্যই বাংলাদেশের রয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে মালয়েশিয়া ও নেপালের সঙ্গে সুবিধা করতে পারেনি। বলা যায় হারা ম্যাচ কোনো রকমে ড্র করেছে। কেন এই অবস্থা, আমিনুল বলেন, ‘সাফে বড় একটা ধাক্কা খেয়েছে। কোনো বিশ্রাম ছাড়াই টুর্নামেন্ট খেলতে নেমেছে ফুটবলাররা। স্বাভাবিকভাবে মানসিকভাবে এখনো বিপর্যস্ত রয়েছে। তাই ছন্দপতনটা স্বাভাবিক। এক্ষেত্রে আমরা শুধু ফুটবলারদের দোষ দিয়েই থাকি। তারা কতটুকু সুবিধা পাচ্ছে তা চিন্তাও করেনি। দেখেন ক্রিকেটে মনোবল চাঙ্গা রাখতে আলাদা মনোবিদ রয়েছে। খেলোয়াড়দের চাপমুক্ত রাখতে এটা খুবই জরুরি। অথচ বাফুফে তা গুরুত্ব দিচ্ছে না। হুট করে সাফল্য আসবে না। পরিকল্পনা করে এগুতে হবে। বাফুফে কি তা করছে। আমিনুল বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপের সৌন্দর্য ও গুরুত্ব আরও বাড়াতে হবে। আনতে হবে ভালো মানের দল। দায়সারা টুর্নামেন্ট করে ফুটবলের কোনো উপকারে আসবে না। যত শক্তিশালী দল আসবে ততই দেশের ফুটবলারা উপকৃত হবে।’

সর্বশেষ খবর