বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জরিমানা দিয়েছে আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক

আরামবাগ ক্রীড়া সংস্থা জরিমানা দিয়েছে। গত মাসে বাফুফে অফিস ভাঙচুরের অভিযোগে বাফুফে ৩০ লাখ টাকা জরিমানা নির্ধারণ করে। জরিমানা না দেওয়া পর্যন্ত আরামবাগ চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারবে না এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আদালতের আশ্রয় নিয়ে জরিমানা স্থগিত করে মাঠে নামে আরামবাগ। পরে আদালত জানিয়ে দেয় আরামবাগকে জরিমানা দিতে হবে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, আরামবাগ বুধবার ১০ লাখ টাকা জরিমানা দিয়েছে। তাদের অনুরোধের প্রেক্ষিতে ৩০ থেকে জরিমানা কমিয়ে আনা হয় ১৫ লাখে। গতকাল তারা ১০ লাখ টাকা শোধ করেছে। বাকি অর্থের জন্য সময়ও চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এখন লিগে অংশ নিতে আরামবাগের কোনো সমস্যা থাকল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর