রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স্কটল্যান্ডেরও নিচে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

স্কটল্যান্ডেরও নিচে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও টি-২০ র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হতো না বাংলাদেশের। আগের অবস্থান ১০ নম্বরেই থাকতো। তবে পয়েন্ট বেড়ে ব্যবধানটা কমতো আফগানিস্তানের সঙ্গে। সেই সুযোগটা হারিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের সঙ্গে ২-২’এ সিরিজ ড্র করে বরং এক ধাপ নেমে গেছে র্যাঙ্কিংয়ে। সিরিজ জিততে না পারায় বাংলাদেশের অবস্থান স্কটল্যান্ডের পেছনে। আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের র্যাঙ্কিং ৬৬ এবং বাংলাদেশের ৬৪। স্কটল্যান্ডের অবস্থান ১০ এবং বাংলাদেশ ১১ নম্বরে। সিরিজ জিততে না পারায় মাশরাফি বাহিনী হারায় ৫ পয়েন্ট। জিম্বাবুয়ে ৪ পয়েন্ট ঝুলিতে পুরলেও ১৪ নম্বরেই রয়েছে তাদের অবস্থান।

সিরিজ প্রথম দুই ম্যাচ জিতে এগিয়েছিল মাশরাফি বাহিনী। কিন্তু পরের দুই ম্যাচে দাঁড়াতে পারেনি বোলার ও ব্যাটসম্যানদের ব্যর্থতায়। অবশ্য তৃতীয় ম্যাচ হারায় বিরক্ত প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওই ম্যাচে কোচ চন্ডিকা হাতুরাসিংহের নির্দেশে চার নতুন মুখ নিয়ে খেলতে নামে বাংলাদেশ। অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে খেলতে নেমে হেরে যায়। হারের স্বাদ পাওয়ায় টিম ম্যানেজমেন্টের উপর ক্ষিপ্ত বিসিবি প্রধান বলেন, সেরা দল নিয়ে খেলতে। বিসিবি প্রধানের নির্দেশ মেনে চতুর্থ ম্যাচে সেরা একাদশ নিয়েই লড়াইয়ে নামে। কিন্তু ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় হেরে যায়। ওই হারেই টি-২০ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নিচে নেমে যায় আইসিসি সহযোগী দেশ স্কটল্যান্ডের। বাংলাদেশের অবস্থান নিম্নগামী হলেও শীর্ষে বরাবরের মতোই ওয়েস্ট ইন্ডিজ। ১১৮ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে সবার উপরে ক্যারিবীয়রা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে যদি জয় পায় অস্ট্রেলিয়া, তাহলে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া। চার নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৭, নিউজিল্যান্ডের ১১৬, দক্ষিণ আফ্রিকার ১১৫, পাকিস্তানের ১১৩, ভারতের ১১০। ৯ নম্বরে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৮০।

সর্বশেষ খবর