বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এক বিজ্ঞাপনে তিন তারকা

ক্রীড়া প্রতিবেদক

এক বিজ্ঞাপনে তিন তারকা

কায়সার হামিদ, সাব্বির, আসলাম

শেখ মো. আসলাম, কায়সার হামিদ ও সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির বাংলাদেশের ফুটবলে উজ্জ্বল নক্ষত্র। তিন তারকা ক্যারিয়ারের ইতি টেনেছেন অনেক আগেই। কিন্তু তাদের অবদান ভুলবার নয়। আসলাম আবাহনী আর কায়সার ও সাব্বির মোহামেডানের জার্সি পরে মাঠ কাঁপিয়েছেন। জাতীয় দলেও খেলেছেন দাপটের সঙ্গে। বাংলাদেশের ফুটবল ইতিহাস লিখতে গেলে তাদের নাম উঠে আসবে। এখনো পথেঘাটে তাদের দেখা মিললে ভক্তরা ভিড় জমিয়ে দেন।

তিন তারকা আবার ফুটবলে ফিরছেন। তবে প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্টে নয়। শূন্য থাকা গ্যালারিতে দর্শকদের ফিরে আসার আহ্বান জানাতে আসলাম, কায়সার ও সাব্বিরের জনপ্রিয়তা কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রাঞ্ঝাইজি ফুটবল লিগ শুরু হবে। স্পন্সর কোম্পানির সঙ্গে বাফুফের চুক্তিও স্বাক্ষর হয়ে  গেছে। দর্শক ছাড়া এ লিগ কি জমানো যাবে? এই চিন্তা করে তিন তারকাকে দেখা যাবে বিজ্ঞাপন চিত্রে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তাদের শুটিংও সম্পন্ন হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর জার্সি পরে তাদের বিজ্ঞাপন চিত্রে দেখা যাবে। না তা নয় নতুন জার্সিতেই তারা বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। পৃথিবীর অনেক দেশে জনপ্রিয় ফুটবলারদের বিজ্ঞাপন চিত্রে দেখা যায়। আসলাম, কায়সার ও সাব্বিরকে টিভিতে দেখা গেলে ফুটবলে নতুন জোয়ার সৃষ্টি হবে। এতে করে গ্যালারিতে দর্শকের সমাগম ঘটবে তা আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর