শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মেসি-সুয়ারেজে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া

ক্রীড়া ডেস্ক

মেসি-সুয়ারেজে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া

একই ক্লাবে খেলেন। সতীর্থ হয়ে একসঙ্গে আক্রমণ শানিয়ে, গোল করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করার বহু রেকর্ড আছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের। মেসি ও সুয়ারেজ খেলেন বার্সেলোনায়। দুজনে নিত্য গোল করেন বার্সার জার্সি চড়িয়ে। বুধবার রাতে দুজনে একসঙ্গে কাতালানদের পক্ষে নেমেছিলেন ন্যু ক্যাম্পে। দুজনের চোখ ধাঁধানো পারফরম্যান্সে বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। ‘কোপা দেল রে’ কাপের সেমিফাইনালের প্রথম ম্যাচে ৭-০ গোলে ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করেছে বার্সা। বার্সার বড় জয়ের ম্যাচে মেসি ও সুয়ারেজ মেতেছিলেন অলিখিত এক লড়াইয়ে। দুজনে মেতেছিলেন গোল করার রেসে। এই রেসে দুজনেই হ্যাটট্রিক করেন। কিন্তু গোলের বিবেচনায় সামান্য এগিয়ে উরুগুইয়ান তারকা সুয়ারেজ। সাত গোলের চারটি তার এবং সামান্য পিছিয়ে মেসি করেন ৩ গোল। হ্যাটট্রিকে মেসির গোল সংখ্যা এখন ৫০১। বার্সার পক্ষে ৪৩৬, আর্জেন্টিনার পক্ষে ৪৯ এবং অন্য দলের পক্ষে ১৬ গোল করেন মেসি।

বুধবার শুরু থেকেই গোল উৎসবে মেতে উঠেন দুই তারকা। ৭ মিনিটে নেইমারের বাড়ানো বলে ম্যাচের প্রথম গোল করেন সুয়ারেজ। পাঁচ মিনিট পর ১২ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন উরুগুইয়ান তারকা। দুই গোল করে আক্রমণের তেজ বাড়িয়ে দেয় বার্সা। এই সুযোগে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। তিন গোলের পর পরই ভ্যালেন্সিয়া ১০ জনে পরিণত হয়। মেসিকে আঘাত করে সরাসরি  লালকার্ড দেখেন মুস্তাফি। পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু গোল করতে ব্যর্থ হন নেইমার। তিন গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে কাতালানরা। ৫৮ মিনিটে মেসি নিজের দ্বিতীয়, দলের চতুর্থ গোল করেন। ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৮৩ মিনিটে রেসে থাকা সুয়ারেজ পূর্ণ করেন হ্যাটট্রিক এবং ৮৮ মিনিটে এগিয়ে যান। নিজের চার নম্বর দলের সাত নম্বর গোলটি করে পুরোপুরি বিধ্বস্ত করেন ভ্যালেন্সিয়াকে।

সর্বশেষ খবর