রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বড় জয়ে সেমিফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক

বড় জয়ে সেমিফাইনালে ভারত

নেপালের বিপক্ষে ২৪ বলে ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলেছিলেন রিশাভ পান্ত। ভারতীয় যুব দলের তারকার ব্যাটে সেদিন ঝড় উঠেছিল। পান্তের ঝড়ো ব্যাটিংয়ে সমালোচকদের অনেকেই বলেছিলেন, নেপাল দুর্বল বলেই এমন আক্রমণাত্মক মেজাজি ব্যাটিং। কিন্তু পান্ত যে ভিন্ন ঘরানার ক্রিকেটার, কাল কোয়ার্টার ফাইনালে বুঝিয়ে দিলেন সমালোচকদের। বুঝিয়ে দিলেন প্রতিপক্ষ নাবিবিয়াকে। ১১১ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনির ঝাড়খন্ডের এই ক্রিকেটার। তার সেঞ্চুরিতেই ১৯৭ রানের আকাশসম জয় নিয়ে সেমিফাইনালে জায়গা নিয়েছে ভারত। টুর্নামেন্টে সেঞ্চুরিসহ টানা ভালো খেলার পুরস্কারও পেয়েছেন পান্ত। ১ কোটি ৯০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেবিলস। অবশ্য তার সঙ্গী দলনায়ক ঈশান্ত কিশানও বিক্রি হয়েছেন আইপিএলে। কিশানকে ৩৫ লাখ রুপিতে কিনে নিয়েছে গুজরাট লায়ন্স। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কাল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করে ভারত। ওপেনিং জুটিতে ১৮ রান যোগ করেন আইপিএলে দল পাওয়া পান্ত ও কিশান। কিশানের বিদায়ের পর পান্ত-আরমলপ্রিত যোগ করেন ১৪.৫ ওভারে ১০৩ রান। আরমলপ্রিত ৪১ রান করেন। পান্ত খেলেন ১১১ রানের ইনিংস। ৯৬ বলের ইনিংসটিতে ছিল ১৪ চার ও ২ ছক্কা। শেষ দিকে সরফরাজ খান ও আরমান জাফর আক্রমণাত্মক ব্যাটিং করলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৪৯। সরফরাজ ৭৬ রান করেন ৭৬ বলে এবং আরমান ৬৪ রান করেন মাত্র ৪১ বলে। শেষ দিকে মহিপাল লোমরোর ২১ বলে ৪১ রান করেন ১ চার ও ৩ ছক্কায়। শেষ ওভারে ৩ ছক্কায় লোমরোরের সংগ্রহ ছিল ২২। টার্গেট ৩৫০। ওভার প্রতি স্ট্রাইক রেট কাটায় কাটায় ৭। কিন্তু নামিবিয়া হাতে ১১ ওভার রেখেই ১৫২ রানে অলআউট হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর