বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মেসির অস্ত্রোপচার

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির কিডনিতে পাথর ধরা পড়েছিল আরও আগেই। তবে এত দিন অস্ত্রোপচারের ব্যাপারে             কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশেষে কিডনি থেকে পাথর অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন মেসি। সোমবার বার্সেলোনা ঘোষণা করেছে, হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন তিনি। ডিসেম্বরে কিডনির যে সমস্যায় ভুগছিলেন, এ জন্যই এই অস্ত্রোপচার। আজ ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। কোপা দেল রে কাপের সেমিফাইনালে প্রথম লেগে কাতালানরা ৭-০ গোলে হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে। ওই ম্যাচে           হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। কিডনির অস্ত্রোপচার হলে বেশ কিছুদিন তাকে থাকতে হবে দলের বাইরে।

অবশ্য এরই মধ্যে লা লিগা জয়ের পথে অনেকদূর এগিয়ে গেছে লুইস এনরিকের শিষ্যরা। অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা রিয়াল মাদ্রিদের জন্য লা লিগার শীর্ষে উঠা অনেকটাই কঠিন হবে। লা লিগায় বার্সেলোনা ২২ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলে অ্যাটলেটিকোর সংগ্রহ ৫১ ও রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫০ পয়েন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর