বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ব্রাজিলে নেইমারের সম্পদ বাজেয়াপ্ত

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলে নেইমারের সম্পদ বাজেয়াপ্ত

ব্রাজিল ১৯৭০’র বিশ্বকাপে যেমন খেলেছিল মেসি-সুয়ারেজ-নেইমার নাকি বার্সেলোনার জার্সিতে ওরকমই খেলে চলেছেন। এমনটা দাবি করছে ফুটবল সমালোচকরা। তবে সাফল্যের পাশাপাশি এই ত্রয়ীর রয়েছে অন্ধকার অধ্যায়ও। যদিও এর মধ্যে তারকাদের অপরাধ কতটা তা বলা মুশকিল। এই যেমন লিওনেল মেসিকে কর ফাঁকির অভিযোগে স্প্যানিশ আদালতে হাজিরা দিতে হয়েছে। নেইমারকেও স্প্যানিশ কোর্ট তলব করছে। এবার ব্রাজিলেও নেইমার কঠোর আইনের জালে আটকা পড়েছেন। কর ফাঁকির অভিযোগে ব্রাজিলে এ বার্সা তারকার সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। ব্রাজিলে ৫০ মিলিয়ন ডলারের সম্পদ ছিল নেইমারের। এর মধ্যে একটা ইয়ট এবং একটা জেট প্লেনও আছে। ২৩ বছর বয়সী এ তারকার বিরুদ্ধে ব্রাজিলিয়ান আদালতে অভিযোগ ২০১১ ও ২০১৩ সালের মধ্যে তিনি কর ফাঁকি দিয়েছেন। তবে নেইমারের পক্ষ থেকে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সম্পদ বাজেয়াপ্ত করার পর নেইমারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর