রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আফগানদের আশা জিইয়ে রইল

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে হেরে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। তবে গতকাল ওমানের বিরুদ্ধে ৩ উইকেটের জয়ে আশা জিইয়ে রইল। তবে এশিয়া কাপের চূড়ান্ত পর্বের টিকিট পেতে পরের ম্যাচে জয় তো পেতেই হবে সে সঙ্গে তাকিয়ে থাকতে হবে সংযুক্ত আরব আমিরাতের দিকে। কেননা আমিরাত যদি পরের দুই ম্যাচেই জিতে যায় তাহলে আফগানদের আর কোনো সুযোগ থাকবে না। আগের দিন সুবিধা করতে না পারলেও গতকাল এশিয়া কাপের বাছাই পর্বে ওমানের বিরুদ্ধে দাপটের সঙ্গেই জয় তুলে নিয়েছে আফগানিস্তান। তবে আফগানের বিরুদ্ধে হেরে যাওয়ায় ওমানের জন্য এশিয়া কাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া কঠিন হয়ে গেল। আগের দিন হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন ওমানের ক্রিকেটাররা। গতকাল শুরুটা ভালোই করেছিল তারা। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তুলাধোনা করে দিয়ে করেছিল ১৬৫ রান। হাফ সেঞ্চুরি করেছিলেন ওমানের দুই ব্যাটসম্যান জিসান মাকসুদ ও আদনান ইলিয়াস। ওপেনার মাত্র ৪২ বলে করেছিলেন ৫২ রান আর ইলিয়াস মাত্র ২৭ বলে খেলেছেন ৫৪ রানের সাইক্লোন ইনিংস। দুই হাফ সেঞ্চুরিতে ভর করে বড় স্কোর গড়েছিল ওমান। কিন্তু বোলারদের ব্যর্থতায় জিততে পারেনি দলটি। গতকাল শুরুতে উইকেট হারিয়েও ঠিকই গন্তব্যে পৌঁছে গেছে আফগানিস্তান। মাত্র ৪৩ রানে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আফগান ব্যাটসম্যান নুর আলী জর্দান। এছাড়া অধিনায়ক স্ট্যানিকজাইয়ের ১৭ বলে ৩৪ রানের ইনিংসটিও জয়ে বড় ভূমিকা পালন করে। ওমানের দুই বোলার বিলাল ও মেহরন তিনটি করে উইকেট নেন। আফগানিস্তানের পরের ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। আর শেষ ম্যাচে ওমান মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। এশিয়া কাপের বাছাইপর্বে আজ সংযুক্ত আরব আমিরাত খেলবে হংকংয়ের বিরুদ্ধে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর