বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মেসিদের প্রতিশোধের সুযোগ

ক্রীড়া ডেস্ক

মেসিদের প্রতিশোধের সুযোগ

কোপা আমেরিকার গত ফাইনালে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। ব্রাজিলে বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে পরাজয়ের পর কোপা আমেরিকা ফাইনালে হেরে লিওনেল মেসি হতাশ হয়েছিলেন। তবে সেই হতাশা কাটিয়ে উঠার সুযোগ আরও একবার এসেছে আর্জেন্টাইন জাদুকরের সামনে। আগামী জুনেই নতুন মোড়কে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। এবার উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকার সবগুলো দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। অবশ্য বাছাইপর্ব খেলে মোট ষোলটা দল অংশ নিতে পারবে। এর মধ্যে ল্যাটিন আমেরিকার ১০টা দলই খেলবে মূলপর্বে। কনকা কাফ থেকে খেলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা, জ্যামাইকা, হাইতি ও পানামা। গত পরশুর ড্রতে কোপা আমেরিকায় ডি গ্রুপে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি। সঙ্গে আছে বলিভিয়া ও পানামা। ব্রাজিল বি গ্রুপে মুখোমুখি হবে ইকুয়েডর, পেরু ও হাইতির সঙ্গে। কোপা আমেরিকা শুরু হচ্ছে ৩ জুন। আর্জেন্টিনা ৬ জুন প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হবে। এবারের কোপা আমেরিকা ড্র নিয়ে অবশ্য বেশ সমালোচনা হচ্ছে। যেমন ফেবারিট হিসেবে এক নম্বর পটে স্থান পেয়েছিল আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর