শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফিফায় সভাপতির ক্ষমতা হ্রাস

ক্রীড়া ডেস্ক

ফিফায় সভাপতির ক্ষমতা হ্রাস

গত এক বছর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেল। এমনকি দুর্নীতির দায়ে অভিযুক্ত ফিফা সভাপতিকে পর্যন্ত বরখাস্ত করতে হয়েছে। বরখাস্ত হয়েছেন সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের দীর্ঘদিনের সহযোগী উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও। অতীতের সব ভুল-ভ্রান্তি কাটিয়ে উঠতেই গতকাল জুরিখে অনুষ্ঠিত হয় ফিফার অস্বাভাবিক কংগ্রেস। সেপ ব্ল্যাটারের ভুল শোধরাতে নতুন প্রেসিডেন্টের সন্ধানে অনুষ্ঠিত হয় ভোট। অবশ্য পাঁচ প্রার্থীর মধ্যে দক্ষিণ আফ্রিকার টোকিও স্যাক্সওয়েল ভোট শুরুর আগেই প্রার্থিতা প্রত্যাহার করেন। ভোটের প্রথম রাউন্ডে কোনো প্রার্থীই এককভাবে ৭৫ ভাগ ভোট পায়নি। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং সুইজারল্যান্ডের জিয়ানি ইনফ্যান্টিনোর মধ্যে কঠিন লড়াই হয়েছে প্রথম রাউন্ডে। সালমান ৮৫ আর ইনফ্যান্টিনো ৮৮ ভোট পেয়েছেন। ২৭ ভোট পেয়েছেন জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন। মাত্র ৭ ভোট পেয়েছেন জেরোমি চ্যাম্পেঞ্জ। কেবল ফিফা সভাপতিই নয়, এ অস্বাভাবিক কংগ্রেসে ফিফার সংস্কারও ছিল উদ্দেশ্য। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে দুর্নীতিমুক্ত করতে বেশ কিছু সংস্কার আনা হয়েছে ফিফায়। সভাপতির ক্ষমতা কমানো হয়েছে। নির্বাহী কমিটির নাম দেওয়া হয়েছে ফিফা কাউন্সিল। তাছাড়া করপোরেট কোম্পানির মতো কাউন্সিল থেকে সদস্যরা সভাপতির পদ অলঙ্কৃত করবেন নির্দিষ্ট সময় পর পর। ফিফা সেক্রেটারি পদের নাম এখন থেকে সিইও হতে যাচ্ছে। জবাবদিহিতার পরিমাণ এখন অনেক বেড়ে গেছে। এর ফলে যে কোনো রকমের দুর্নীতির মোকাবিলা করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফিফার এসব সংস্কার ১৭৯-২২ ভোটে গৃহীত হয়েছে গতকালের কংগ্রেসে।

সর্বশেষ খবর