শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিশ্বকাপের টুকিটাকি

বিশ্বকাপের টুকিটাকি

সবাই ফেবারিট

টি-২০ বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। এখনো সুপার টেনের লড়াই শুরু হয়নি। তারপরও পারফরম্যান্স বিচার করে ভারতকেই ফেবারিট বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। ব্রায়ান লারা বলেছেন, বড় কোনো অঘটন না ঘটলে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের ওয়াসিম আকরামও ভারতকে ফেবারিট বলেছেন। তবে শচীন টেন্ডুলকার ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেন, টি-২০ বিশ্বকাপে কাউকে ফেবারিট ভাবাটা ঠিক হবে না। এটা ঠিক টি-২০তে ভারত দুর্দান্ত খেলছে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে এই না যে, টি-২০ বিশ্বকাপও জিতবে। আসলে টি-২০ এমন এক খেলা এখানে ভবিষ্যদ্বাণী মানায় না। দুর্বল শক্তি বলে কথা নেই, কখন কি ঘটে বলা মুশকিল। সেক্ষেত্রে ফেবারিট নয়, আমি বলব, সুপারটেন যারা খেলবে সবাই ফেবারিট। কেউ কারও চেয়ে কম যাবে না।

লাকি গ্রাউন্ড

ধর্মশালার পরিবর্তে টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। এরপরও পাকিস্তান অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি। তবে পিন্ডি এক্সপ্রেস বলে খ্যাত পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেন, ভেন্যু পরিবর্তনে আমি খুশি হয়েছি। একে তো ধর্মশালায় নিরাপত্তার ঝুঁকি ছিল, তারপর আবার আবহাওয়ায়ও সমস্যা ছিল। কলকাতায় স্বস্তিতে খেলা যাবে। তা ছাড়া ইডেন পাকিস্তানের লাকি গ্রাউন্ড বলে পরিচিত। লক্ষ্য করলে দেখবেন, ইডেনে অনেক ভারতীয় পাকিস্তানকে সমর্থন দিয়ে থাকে। এতে ক্রিকেটাররা অনুপ্রাণিত হয়। টেস্ট বা ওয়ানডে দুটোতেই ইডেনে পাকিস্তানের জয়ের রেকর্ড ভালো। এখানে খেলা হলে পাকিস্তানেরই জয়ের সম্ভাবনা বেশি। বিশ্বকাপে ভারতকে হারানো যায় না। আমি মনে করি, এটা মিথ্যা প্রমাণ করতে পাকিস্তানের জন্য উপযুক্ত ভেন্যু ইডেনই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর