সোমবার, ১৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিশ্বকাপের টুকিটাকি

কপিলদেবও বিরক্ত

বিশ্বকাপের ভেন্যু যখন নির্ধারণ হয় আয়োজকদের চিন্তা করা উচিত ছিল কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও হাত নেই। কিন্তু এটা বুঝাটা কঠিন কোনো কাজ ছিল না। আবহাওয়া অফিস থেকে খোঁজ নিয়ে সতর্ক থাকা যেত। বেশ বিরক্ত সহকারে কথাগুলো বললেন, ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক কপিলদেব। তিনি বলেন, বিশ্বকাপের ও বাছাইপর্বের অধিকাংশ ম্যাচ এবার ধর্মশালায় রাখা হয়েছে। মূলপর্বে কিছু খেলাও রয়েছে। কথা হচ্ছে ভেন্যু হিসেবে ধর্মশালাকে বেছে নেওয়া হলো কেন? এতে সমালোচনা যে হচ্ছে তা কি খবর রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড?

সতর্ক ওয়াকার ইউনুস

নিরাপত্তার কারণে ধর্মশালা থেকে ভারত-পাকিস্তানের ম্যাচ কলকাতায় সরিয়ে আনা হয়। তারপরও নিশ্চিত ছিল না আফ্রিদিরা টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা। শেষ পর্যন্ত তারা এসেছে। আর ভারত পৌঁছেই ওয়াকার ইউনুস বলেছেন ‘টি-২০ বিশ্বকাপ পাকিস্তানের জন্যে বড্ড চ্যালেঞ্জের। ক্রিকেটে দেশটির অনেক ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরেই সময়টা খারাপ যাচ্ছে পাকিস্তানের। এ জন্য টি-২০ বিশ্বকাপে ভালো করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। ওয়াকার বলেন, ‘বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে আমাদের। সতর্ক হয়ে খেলতে পারলেই শিরোপা জেতাটা সম্ভব’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর