শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সৌম্যের ক্যাচে মুগ্ধ রোডস

ক্রীড়া প্রতিবেদক

সৌম্যের ক্যাচে মুগ্ধ রোডস

ক্রিকেটে এখন জিমন্যাস্টিক্স ঢুকে পড়েছে! অবাক হচ্ছেন। গলফের সঙ্গে ক্রিকেটের সাযুজ্য মানা যায়। তাই বলে জিমন্যাস্টিক্স! কিন্তু এখন এটাই সত্যি। অবাক করার ক্যাচগুলোকে দেখলেই মনে হবে, জিমন্যাস্টিক্সের কোনো না কোনো ইভেন্টের সঙ্গে মিল। ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকার যে দক্ষতায় ক্যাচ ধরেন, সেটাকে অবিশ্বাস্য বললেও কম হবে। শূন্যে শরীরের ভারসাম্য রেখে পুরোপুরি অ্যাক্রোবেটিক ভঙ্গীতে ক্যাচ ধরেন। ক্যাচটির সঙ্গে জিমন্যাস্টিক্সের ফ্লোর এক্সারসাইজের অদ্ভূত মিল। সৌম্যের অবিশ্বাস্য ক্যাচ দেখে ‘ফিল্ডিং জাদুকর’ জন্টি রোডস মুগ্ধ। মুগ্ধতা ঝড়েছে ব্যাটিং যুবরাজ ব্রায়ান লারারও। দুজনে টুইট করে প্রশংসা করেছেন সৌম্যের। টি-২০ বিশ্বকাপের সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে মোহামম্মদ হাফিজের যে ক্যাচটি ধরেন সৌম্য, তাতেই ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন। হাফিজ পুল খেলেন। সৌম্য সীমানার দড়ি থেকে কয়েকগজ সামনে দাঁড়িয়ে। ক্যাচ ধরতে উল্টো দৌড় দিয়ে শূন্যে লাফিয়ে ধরলেনও। কিন্তু ভারসাম্য রাখতে পারেননি। যখন দেখলেন শরীর রশির ওপারে চলে যাচ্ছে, তখনই বলটি ছুঁড়ে ফেলেন ওপরে। এরপর সীমানার বাইরে থেকে লাফিয়ে ক্যাচটি নিলেন। ইডেনের দর্শকরা তখন বিস্মিত। বিস্মিত হাফিজও। সে অবশ্য ক্যাচটি ধরে হাসিমুখে আঙুল তুলে শুধু জানালেন আউট। ওই ক্যাচটি দেখে মুগ্ধ জন্টি রোডস টুইট করেন,‘ম্যাচে দুই দলের ক্রিকেটাররাই দারুণ ফিল্ডিং করেন। বিশেষ করে সৌম্যের ক্যাচটি দারুণ।’ ক্যারিবীয় যুবরাজ লারার কণ্ঠেও মুগ্ধতা ঝড়েছে। ক্যাচটি দেখে সময়ক্ষেপণ না করে টুইটারে লিখেন, ‘হোয়াট অ্যা ক্যাচ!’ ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বলেছেন, ‘ক্যাচটির জন্য শব্দ খুঁজতে থাক।’ এসব প্রশংসাই বলছে, সৌম্যর ক্যাচ মুগ্ধ করেছে সবাইকে। প্রেরণা জোগাচ্ছে পুরো দলকে।                

সর্বশেষ খবর