শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-আমিরাত ফুটবল লড়াই

ক্রীড়া প্রতিবেদক

আরব আমিরাত ৬৪, বাংলাদেশ ১৭৭। ফিফার র‌্যাঙ্কিং দেখলে বোঝা যায় দুই দলের শক্তির পার্থক্য। আজ আবুধাবিতে প্রীতিম্যাচে মুখোমুখি হচ্ছে  তারা। আমিরাতের বিপক্ষে বাংলাদেশ এর আগেও লড়ছে। কখনো জয়ের মুখ দেখেনি। তবে ম্যাচে শেষ মিনিট পর্যন্ত লড়ে যাওয়ার সামর্থ্য ছিল। বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলা ছাড়াও এশিয়ান অঞ্চলে আমিরাতের শক্তি কারও অজানা নেই। সুতরাং আরবের মাটিতে আমিরাতকে বাংলাদেশ হারাবে তা স্বপ্নই বলা যায়। ঢাকা ছাড়ার আগে কোচ মেনেরো মানচেজ বলেন, ‘জয় নয়, আমিরাতের বিপক্ষে আমি ছেলেদের স্পিরিটটা দেখতে চাই। বড় দলের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায়। ছেলেদের তা কাজে লাগানো উচিত।

সর্বশেষ খবর