রবিবার, ২৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আজ ফিরছেন মাশরাফিরা

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন ছিল অনেক। সে স্বপ্ন পূরণের পুঁজিও ছিল। তবে বাধা হয়ে দাঁড়াল আইসিসির খড়্গ হস্ত। বিশ্বকাপের মাঝপথেই থামিয়ে দেওয়া হলো তাসকিন আহমেদ আর আরাফাত সানিকে। তবে তার পরও বিশ্বকাপে ভালো কিছু করার যোগ্যতা যে বাংলাদেশের ছিল তা ভারতের বিপক্ষে ম্যাচে প্রমাণ করেছিলেন মাশরাফিরা। মাত্র ১ রানের পরাজয় অনেক কিছুই বলে দিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে সুপার টেনে সব ম্যাচ হেরে বাংলাদেশ এবার বাড়ির পথ ধরছে। আজই ঢাকায় ফেরার কথা মাশরাফিবাহিনীর। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ৭৫ রানের বিশাল পরাজয়ে বিশ্বকাপের বিদায়টা করুণই হলো। তবে তার পরও এবারের বিশ্বকাপ অনেক দিকই উন্মুক্ত করেছে বাংলাদেশের সামনে। বড় দলগুলোর বিপক্ষে ম্যাচে টেম্পারমেন্ট সামলানোর একটা যোগ্যতা ধরা পড়েছে খোলা চোখেই। ব্যাটিংয়ে বড় রান তাড়া করার যোগ্যতাও দেখিয়েছে টাইগাররা। বোলিংয়ে বিশ্বসেরা ব্যাটিং লাইনকে সামলানোর চেষ্টাও চোখে পড়েছে। ভারতকে কী ধাক্কাই না দিয়েছিল টাইগাররা! সুপার টেনে বাংলাদেশকে মোকাবিলা করতে হয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান আর নিউজিল্যান্ডের মতো দলগুলোর। বিশ্ব ক্রিকেটে এ নামগুলো যে কোনো ম্যাচেই ফেবারিটের তালিকায় থাকবে। বাংলাদেশের ভক্তরা এসব জেনেই স্বপ্ন দেখেছিলেন। তবে পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানে, অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে, ভারতের কাছে ১ রানে আর নিউজিল্যান্ডের কাছে ৭৫ রানে হার সব স্বপ্নই ধুয়েমুছে নিয়ে গেছে। অবশ্য এর মধ্যেও তামিম ইকবালের ২৯৫ রান আর সাকিব আল হাসানের ১০ উইকেট শিকার বিশ্বকাপে এখনো সেরা হয়ে আছে। মুস্তাফিজের এক ইনিংসে ৫ উইকেট নেওয়াটাও কম কিছু নয়। তা ছাড়া সুপার টেনের আগে নেদারল্যান্ডস আর ওমানের বিপক্ষে জয়। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন থেকে অনেক কিছুই নিয়ে দেশে ফিরছেন মাশরাফিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর