রবিবার, ৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ট্রফিহীন এশিয়া

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটে বিশ্বকাপের কোনো ট্রফি এশিয়ার ঘরে নেই। ওয়ানডে, টি-২০ বা যুব বিশ্বকাপের শিরোপা অন্য মহাদেশের দলগুলোর হাতে। আজ ইডেনে ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যারা জিতবে তারাই দ্বিতীয় বারের মতো ট্রফি হাতে নেবে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা একবার করে টি-২০ বিশ্বকাপ জিতেছে। এই প্রথম কোনো দেশ আসরে দ্বিতীয়বারের মতো চ্যম্পিয়ন হচ্ছে। এশিয়ার শেষ দল হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ২০১৪ সালে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পাকিস্তান শিরোপা জিতেছিল ২০০৯ সালে। শ্রীলঙ্কাকে হারিয়ে তারা ট্রফি ঘরে তুলে। আর ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া পাঁচবার চ্যাম্পিয়ন হলেও টি-২০তে তা স্বপ্নই থেকে গেছে। এবার গ্রুপপর্ব খেলে আউট হয়ে যায়। ২০১০ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে যায়। যুব বিশ্বকাপও এশিয়ার হাত ছাড়া। চলতি বছরে ঢাকায় ফাইনালে ভারতকে হারিয়ে ছোটদের বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে বা টি-২০ বিশ্বকাপের কোনো ট্রফিই এশিয়ার নয়। সান্ব্তনা হিসেবে এশিয়া কাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন ট্রফি এখন শুধু ভারতের ঘরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর