বুধবার, ৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জার্মানিতে রিয়াল, ফ্রান্সে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

জার্মানিতে রিয়াল, ফ্রান্সে ম্যানসিটি

বার্সেলোনার হৃৎপণ্ড ন্যু ক্যাম্প থেকে এল ক্ল্যাসিকো জিতে রিয়াল মাদ্রিদ এখন মৌসুমের সবচেয়ে ভালো অবস্থায় আছে। লা লিগায় শিরোপা জয়ের তেমন কোনো সুযোগ না থাকলেও লস ব্ল্যাঙ্কোসরা এখন দারুণ আত্মবিশ্বাসী এক দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামার আগে এল ক্ল্যাসিকো জয় ক্রিস্টিয়ানো রোনালদোদের জন্য টনিকের মতোই কাজ করবে। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব উলফসবার্গের। এল ক্ল্যাসিকো জয়ের পর রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের পবিবেশটা আন্দাজ করা যায়। দলের ওয়েলসিয়ান তারকা ফুটবলার গেরেথ বেলে বলছেন, ‘আমি আগেই বলেছি এই জয়টা (এল ক্ল্যাসিকো) আমাদের মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে দিয়েছে। তবে এখনো আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।’ জিনেদিন জিদান কোচ হওয়ার পর অনেক কিছুই বদলে গেছে রিয়াল মাদ্রিদে। গ্যালাকটিকো ক্লাব ফিরে পাচ্ছে তাদের অতীত গৌরব। তারপরও এল ক্ল্যাসিকোর মতো একটা ম্যাচ জেতার পূর্ব পর্যন্ত সমালোচকরা জিদানের পক্ষে সুর তুলতে পারছিলেন না। এবার সেই বাধাটা দূর হলো। এল ক্ল্যাসিকো জয়ের পর উলফসবার্গের মতো ক্লাবকে সহজ প্রতিপক্ষই মনে হতে পারে। কিন্তু বেলে বলছেন, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ডে কোনো দলই সহজ নয়। উলফসবার্গের ডিফেন্স লাইন দারুণ শক্তিশালী। আক্রমণভাগেও তাদের রয়েছে দুরন্ত ফুটবলার। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের খেলতে হবে।’ এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে পিএসজি-ম্যানস্টোর সিটি। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেশ কয়েকবারই কোয়ার্টার ফাইনাল খেলেছে পিএসজি। তবে কোনোবারই এর সামনে যেতে পারেনি। অন্যদিকে ম্যানসিটি প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথমবারের মতো কি তারা সেমিফাইনালও খেলার যোগ্যতা অর্জন করতে পারবে! আজ পিএসজির মাঠে খেলা। প্রতিপক্ষের মাঠে কোনো গোল করতে পারলেই সুবিধা হবে আগুয়েরোদের।

সর্বশেষ খবর