বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ড্যারেন স্যামি স্টেডিয়াম

ক্রীড়া ডেস্ক

ড্যারেন স্যামি স্টেডিয়াম

সেন্ট লুসিয়ার ছেলে ড্যারেন স্যামি। ক্রিকেটে মাত্র ৩৮টা টেস্ট এবং ১২৬টা ওয়ানডে আর ৬৬টা টি-২০ ম্যাচ খেলেছেন এ ৩২ বছর বয়সী ক্যারিবীয়ান। কিন্তু এরই মধ্যে তার নাম উচ্চারিত হচ্ছে কিংবদন্তির ক্রিকেটার ক্লাইভ লয়েডের সঙ্গে! আর হবে নাই বা কেন। দুটি টি-২০ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ড্যারেন স্যামির নেতৃত্বে। দুটি বিশ্বকাপ জিতেছেন ক্লাইভ লয়েডও। এবার ড্যারেন স্যামি দারুণ এক সম্মানেই ভূষিত হতে যাচ্ছেন। দুইটা টি-২০ শিরোপা জয়ে দলকে নেতৃত্ব দিয়ে স্যামি এখন পুরো ক্যারিবীয় অঞ্চলেরই নায়ক হয়ে উঠেছেন। তার এ সাফল্যকে মনে রাখতেই কৃতজ্ঞতা হিসেবে স্যামির নামে স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছে সেন্ট লুসিয়া। শুধু টি-২০তে নয় ক্রিকেট ইতিহাসে মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে জোড়া ‘বিশ্বকাপজয়ী’ অধিনায়ক ড্যারেন স্যামি। তার এ সাফল্যে দারুণ উচ্ছ্বসিত সেন্ট লুসিয়ার মানুষ। তাদের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ স্যামির নামে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এত দিন বোঁশেজো ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত স্টেডিয়ামটি এখন থেকে পরিচিত হবে ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে। শুধু স্যামি নন সেখানকার আরেক ক্রিকেটার জনসন চার্লসের নামেও একটি স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার্লসকে কিছু জমিও দেবে স্থানীয় সরকার। গতকাল সেন্ট লুসিয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী কেনি ডি অ্যান্থনি। এমন খবরের পর স্যামি বলেন, ‘আমি খুব গর্বিত এবং ধন্য।’ স্যামি আরও যোগ করেন, ‘সবাইকে ধন্যবাদ। সবাই জানে সেন্ট লুসিয়ার মানুষ তাদের কতটা ভালোবাসে। আর যেভাবে আমি বিমানবন্দরে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তাতে সবাইকে অশেষ ধন্যবাদ।’

সর্বশেষ খবর