বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বীরের বেশে দেশে ক্যারিবীয়রা

ক্রীড়া ডেস্ক

বীরের বেশে দেশে ক্যারিবীয়রা

জ্যামাইকার কিংস্টনে পৌঁছতেই মারলন স্যামুয়েলসদের নিয়ে উৎসবে মেতে উঠল ভক্তরা (উপরে)। টি-২০ বিশ্বকাপজয়ী ক্যারিবীয় মেয়েদের মহা আড়ম্বরে সংবর্ধিত করল বারবাডোজ —ইন্টারনেট

জ্যামাইকার কিংস্টনে টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের কজন মাটিতে পা রাখতেই চারদিক থেকে ছুটে এলেন ভক্তরা। মারলন স্যামুয়েলস, জেরোমি টেইলর এবং আন্দ্রে রাসেলকে ঘিরে উৎসবে মেতে উঠল সবাই। জ্যামাইকার ক্রীড়ামন্ত্রী অলিভিয়া বেবসি গ্র্যাঞ্জ এবং জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উইলফর্ড বিলি তাদেরকে স্বাগত জানান।

 

 

এছাড়াও বারবাডোজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলকে সংবর্ধিত করা হয়েছে। কেবল ছেলেদেরই নয়, ক্যারিবীয় মেয়েরাও পেয়েছে উষ্ণ অভিনন্দন। টি-২০ বিশ্বকাপে ক্যারিবীয় মেয়েরা ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছে প্রথম শিরোপা। অন্যদিকে ড্যারেন স্যামিরা ইংল্যান্ডকে হারিয়ে জিতেছে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ শিরোপা।

 

সর্বশেষ খবর