শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এবার বিদেশিদের দিকে নজর ক্লাবগুলোর

ঘরোয়া হকি শুরু ২৫ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক

নির্বাচন ঘিরে ফুটবলে উত্তাপ পরিবেশ। কখন কি হয় বলা মুশকিল? হকিতেও অচলাবস্থা তৈরি হয়েছিল তা কেটে গেছে। মোহামেডান, মেরিনার্স, ওয়ারি, ওয়ান্ডারার্স ও বাংলাদেশ স্পোর্টিং গত দুই মৌসুম হকির কর্মসূচি বর্জন করেছিল। দল-বদলে অংশ নেওয়ার পর জটিলতা দূর হয়েছে। সব দলের অংশগ্রহণে এবার প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে এটা নিশ্চিত। তবে ঘরোয়া মৌসুম শুরু হবে ক্লাব কাপ দিয়ে। ৮ এপ্রিল থেকেই তা গড়ানোর কথা ছিল। কিন্তু কয়েকটি ক্লাবের অনুরোধে আসর পিছিয়ে দেওয়া হয়েছে। এখন সব ঠিক থাকলে ২৫ এপ্রিল ক্লাব কাপের পর্দা ওঠার কথা।

ক্রিকেট, ফুটবলের পর হকিই বাংলাদেশের জনপ্রিয় খেলা। কিন্তু যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তাতে হকি অন্ধকারে বন্দী না হয় সেই শঙ্কাও জেগে উঠেছিল। কালো মেঘ কেটে গেছে খেলোয়াড়রা মাঠে নামার অপেক্ষা রয়েছে। ঘরোয়া আসর এবার জমজমাট হবে সেই আভাসও পাওয়া যাচ্ছে। লোকাল তারকার পাশাপাশি শীর্ষস্থানীয় দল মোহামেডান, আবাহনী, ঊষা ও মেরিনার্স ভালোমানের বিদেশিও আনছে। ঢাকা মোহামেডান হকি টিমের সমন্বয়কারী প্রিন্স জানান, পছন্দের বিদেশিদের সঙ্গে তাদের আলাপ চূড়ান্ত হয়ে গেছে। ভিসা মিললেই তারা আসতে শুরু করবে। পাকিস্তানের অধিনায়ক মো. ইমরান, রিজওয়ান জুনিয়র, মো. ফরিদ ও ওমর ফত্তু মোহামেডানে যোগ দিচ্ছেন তা জানালেন প্রিন্স। মালয়েশিয়া ও হংকং থেকেও খেলোয়াড় আনার চেষ্টা চলছে। শুধু খেলোয়াড় নয় দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন একজন পাকিস্তানি। ঘরোয়া হকির আরেক সফল দল ঢাকা আবাহনী। কারা খেলবে তা নাম জানা না গেলেও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছে। টপ লেভেলের বিদেশিরা আবাহনীতে আসছে ক্লাব থেকে জানানো হয়েছে। পুরান ঢাকার ঊষা ক্রীড়া চক্রও বসে নেই। তাদেরও বিদেশি চূড়ান্ত হয়ে গেছে। মালয়েশিয়ার জুনিয়র ছাড়াও পাকিস্তানি খেলোয়াড় এবার ঊষাতে দেখা যাবে। মেরিনার ইয়াংস ক্লাব প্রতিটি ট্রফি ঘরে তোলার লক্ষ্য নিয়ে শক্তিশালী দল গড়েছে। এরপরও বসে নেই, ভালো মানের বিদেশিদেরও তারা মাঠে নামাবে। ক্লাবের সাধারণ সম্পাদক রানা হাসান জানান, সব কিছুই আমাদের চূড়ান্ত। ভিসা মিলে গেলে বিদেশিরা আগামী সপ্তাহেই উড়ে আসবে। শীর্ষ চার ক্লাব ছাড়াও অন্যরাও বিদেশি আনার তত্পরতা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর